إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ﴿١﴾ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ﴿٢﴾ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ ﴿٣﴾ ১. নিশ্চয়ই, আমরা তোমাকে প্রচুর কল্যাণ দিয়েছি (এবং দান করেছি)। ২. অতএব, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত (নামাজ) আদায় করো এবং কুরবানী করো। ৩. নিশ্চয়ই, যে তোমাকে ঘৃণা করে, সে বিচ্ছিন্ন হবে। রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) কে প্রদত্ত প্রচুর কল্যাণ এই সূরায় …
Read More »সূরা মাঊন
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ﴿١﴾ فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ ﴿٢﴾ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ ﴿٣﴾ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ﴿٤﴾ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٥﴾ الَّذِينَ هُمْ يُرَاءُونَ ﴿٦﴾ وَيَمْنَعُونَ الْمَاعُونَ ﴿٧﴾ ১. তুমি কি তাকে দেখেছো যে বিচারকে অস্বীকার করে? ২. তারপর সে ঐ ব্যক্তি যে এতিমকে তাড়িয়ে দেয় (এবং মুখ ফিরিয়ে নেয়), ৩. এবং দরিদ্রদের খাওয়ানোর জন্য উৎসাহিত …
Read More »সুরা কূরাইশ
لِإِيلَافِ قُرَيْشٍ ﴿١﴾ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ ﴿٢﴾ فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ ﴿٣﴾ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ ﴿٤﴾ ১. কুরাইশদের নিরাপত্তার (এবং আরামের) জন্য, ২. শীতের মাস এবং গ্রীষ্মের মাসগুলিতে তাদের ভ্রমণের সময় তাদের নিরাপত্তা (এবং তাদের আরাম যা তারা উপভোগ করে)। ৩. তারা যেন এই পবিত্র ঘরের (কাবা শরীফ) রবের ইবাদত করে, …
Read More »সূরা ফিল
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ﴿١﴾ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ﴿٢﴾ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ﴿٤﴾ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ ﴿٥﴾ ১. তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন? ২. তিনি কি তাদের বিশ্বাসঘাতকতার পরিকল্পনা নষ্ট করেননি? ৩. এবং তিনি তাদের বিরুদ্ধে পাখিদের উড়ান পাঠালেন, ৪. পোড়া মাটির পাথর …
Read More »সূরা হুমাযা
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ﴿١﴾ الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ ﴿٢﴾ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ ﴿٣﴾ كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ ﴿٤﴾ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ ﴿٥﴾ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ ﴿٦﴾ الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ ﴿٧﴾ إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ ﴿٨﴾ فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ ﴿٩﴾ ১. ধিক্কার প্রত্যেক নিন্দাকারী, উপহাসকারীর জন্য, ২. যে ধন-সম্পদ জমা করে এবং তা গুনতে থাকে! ৩. সে মনে করে যে তার সম্পদ তাকে চিরকাল থাকতে দেবে। …
Read More »সূরা আসর
وَالْعَصْرِ ﴿١﴾ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ ﴿٢﴾ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ﴿٣﴾ সময়ের শপথ; (১) প্রকৃতপক্ষে, মানুষ ক্ষতির মধ্যে আছে, (২) তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে এবং তারা একে অপরকে সত্যের দিকে উৎসাহিত করেছে এবং পরস্পরকে ধৈর্যের (এবং পাপ থেকে বিরত থাকার জন্য অবিচলতার) প্রতি উৎসাহিত করেছে। …
Read More »সুরা তাকাচুর
أَلْهَاكُمُ التَّكَاثُرُ ﴿١﴾ حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ ﴿٢﴾ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾ ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٤﴾ كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ ﴿٥﴾ لَتَرَوُنَّ الْجَحِيمَ ﴿٦﴾ ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ﴿٧﴾ ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ ﴿٨﴾ ধন-সম্পদ (এবং দুনিয়ার বৈষয়িক জিনিস ও সুবিধা) সংগ্রহের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা আপনাকে (আল্লাহ তা’আলার আনুগত্য ও পরকাল থেকে) বিভ্রান্ত করেছে। (এটি চলতে থাকে) যতক্ষণ না আপনি কবর জিয়ারত করেন (অর্থাৎ …
Read More »সূরা কারিয়াহ
الْقَارِعَةُ ﴿١﴾ مَا الْقَارِعَةُ ﴿٢﴾ وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ﴿٣﴾ يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ ﴿٤﴾ وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ ﴿٥﴾ فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ ﴿٦﴾ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ ﴿٧﴾ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ ﴿٨﴾ فَأُمُّهُ هَاوِيَةٌ ﴿٩﴾ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ ﴿١٠﴾ نَارٌ حَامِيَةٌ ﴿١١﴾ আকস্মিক ঘটনার দিন; এবং আকস্মিক ঘটনার দিন কি? এবং আকস্মিক ঘটনা সম্পর্কে আপনাকে কী জানাবে? (আকস্মিক ঘটনা ঘটবে) যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মত হবে; …
Read More »সূরা আদিয়াত
وَالْعَادِيَاتِ ضَبْحًا ﴿١﴾ فَالْمُورِيَاتِ قَدْحًا ﴿٢﴾ فَالْمُغِيرَاتِ صُبْحًا ﴿٣﴾ فَأَثَرْنَ بِهِ نَقْعًا ﴿٤﴾ فَوَسَطْنَ بِهِ جَمْعًا ﴿٥﴾ إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ ﴿٦﴾ وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ ﴿٧﴾ وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ ﴿٨﴾ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ ﴿٩﴾ وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ ﴿١٠﴾ إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ ﴿١١﴾ (আমি শপথ করে বলছি) সেইসব (ঘোড়াদের) যারা হাঁপাতে হাঁপাতে ছুটে যায়, তারপর পাথুরে ভূখণ্ডে (তাদের খুর দিয়ে) আঘাত …
Read More »সূরা যিলযাল
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا ﴿١﴾ وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا ﴿٢﴾ وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا ﴿٣﴾ يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا ﴿٤﴾ بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا ﴿٥﴾ يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ ﴿٦﴾ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ﴿٧﴾ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ﴿٨﴾ যখন পৃথিবী তার খিঁচুনিতে কেঁপে উঠবে। এবং পৃথিবী তার সমস্ত বোঝা নিক্ষেপ করবে। এবং মানুষ বলবে, “এর কি হয়েছে?” সেই দিন, …
Read More »