সূরা মাঊন‏ ‏

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ‎﴿١﴾‏ فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ ‎﴿٢﴾‏ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ ‎﴿٣﴾‏ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ‎﴿٤﴾‏ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ‎﴿٥﴾‏ الَّذِينَ هُمْ يُرَاءُونَ ‎﴿٦﴾‏ وَيَمْنَعُونَ الْمَاعُونَ ‎﴿٧﴾‏

‎ ‎১. তুমি কি তাকে দেখেছো যে বিচারকে অস্বীকার করে? ‎

‎২. তারপর সে ঐ ব্যক্তি যে এতিমকে তাড়িয়ে দেয় (এবং মুখ ফিরিয়ে নেয়), ‎

‎৩. এবং দরিদ্রদের খাওয়ানোর জন্য উৎসাহিত করে না। ‎

‎৪. তাহলে তাদের জন্য দুর্ভোগ যারা নামাজ আদায় করে, ‎

‎৫. যারা তাদের নামাজ সম্পর্কে অবহেলা করে। ‎

‎৬. যারা (শুধুমাত্র লোক দেখানোর জন্য) ভালো কাজ করে, ‎

‎৭. এবং তারা মানুষকে সামান্য জিনিসপত্রও (যার মানুষ প্রয়োজন) দিতে (বা ধার দিতে) অস্বীকার করে। ‎

Check Also

সূরা আসর‏ ‏

وَالْعَصْرِ ‎﴿١﴾‏ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ ‎﴿٢﴾‏ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ‎﴿٣﴾‏  সময়ের শপথ; (১)‎ …