আমাদের সম্পর্কে

আল্লাহ্ তাআ’লা কুরআ্ন মাজিদে ফরমান

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ

আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে সম্পূর্ণ করেছি, এবং তোমাদের উপর আমার নিয়ামতগুলোকে পরিপূর্ণ করেছি, এবং তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসেবে পছন্দ করেছি।

কুরআ্ন মাজিদের উক্ত আয়াতটি বিদায়ী হজ্জের সময়ে নাজিল হয়েছিল। উক্ত আয়াতে আমাদেরকে সম্পূর্ণরূপে অবহিত করা হয়েছে যে আমাদের ধর্ম – দ্বীন ইসলাম – নিখুঁত এবং পরিপূর্ণ। ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম যা আল্লাহ্ তাআ’লার নিকট গৃহীত এবং পছন্দনীয় এবং কিয়ামত পর্যন্ত তার প্রকৃত রূপে থাকবে।

প্রত্যেক যুগে যুগে আল্লাহ্ তাআ’লা, ইসলামের সংরক্ষন এবং হেফাযতের জন্য নির্দিষ্ট সু-প্রিয় ব্যাক্তিকে বাচাই করেছেন। এসব সু-প্রিয় ব্যাক্তিরা কুরআন-হাদিসের শিক্ষা এবং ইসলামের সঠিক আকিদা (বিশ্বাস) সাধারনের নিকট প্রচার করেন। তাঁরা পরিপূর্ণ দ্বীন তার বিশুদ্ধ এবং আদি অবস্থায় উম্মতের নিকট প্রচারের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করেছেন, যেভাবে সাহাবা (রাদ্বীয়াল্লাহু আনহুম), তাবেঈন (রহিমাহুমুল্লাহ্) এবং ধর্মনিষ্ঠ পূর্বপুরুষেরা তা উম্মতের নিকট পৌঁছান।

এই ওয়েবসাইটের লক্ষ্য এবং উদ্দ্যেশ্য অনুরূপ- উম্মাতের নিকট সঠিক এবং বিশুদ্ধ ইসলামিক শিক্ষা পৌঁছানো, যা বিশুদ্ধ দ্বীনি উৎস থেকে প্রতিষ্ঠিত। আল্লাহ্ তাআ’লা এই দূর্বল প্রচেষ্টাকে কবুল করুন এবং ইহাকে উম্মতের পরিপূর্ণ কল্যান লাভের মাধ্যম হিসেবে তৈরি করুন- আমিন

এটি লক্ষ্য রাখা প্রয়োজন যে, এই ওয়েবসাইটটি হযরত মুফতি ইবরাহিম সালেজি (অধ্যক্ষ, মাদরাসা তা’লিম-উদ-দ্বীন, ইসিপিঙ্গো বীচ, দক্ষিন আফ্রিকা) এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়।

মুফতি ইব্রাহিম সালেজি (দামাত বারাকাতুহ্) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত মুফতি ইব্রাহিম সালেজি (দামাত বারাকাতুহ্) দারুল উলুম দেওবন্দের বিশিষ্ট স্নাতক। তিনি জালালাবাদের হযরত মাওলানা মাসীহুল্লাহ্ খান সাহেব  (রহিমাহুল্লাহ্) এবং গাঙ্গোহের হযরত মুফতি মাহমুদুল হাসান সাহেব  (রহিমাহুল্লাহ্) এর জৈষ্ঠ্য খলিফা।

দারুল উলুম দেওবন্দে, তিনি ক্বারী তৈয়্যব, হযরত মুফতি মাহমুদুল হাসান গাঙ্গোহি, হযরত মাওলানা আনযার শাহ কাশ্মীরি (রহিমাহুমুল্লাহ্) সহ অন্যান্য উজ্জ্বল নক্ষত্রের অধীনে পড়াশোনা করার সৌভাগ্য অর্জন করেন।

হযরত মুফতি ইব্রাহিম সালেজি (দামাত বারাকাতুহ্) তাযকিয়া এবং তাসাউফের  (আত্মশুদ্ধি) রাস্তায় মহান অবদানে আল্লাহ্‌র রহমত প্রাপ্ত হয়েছেন। উপরন্তু, শত শত মক্তব-মাদরাসা এবং আরো অনেক দ্বীনি প্রতিষ্ঠান এবং বিভাগ রয়েছে যা তাঁর নির্দেশনা এবং তত্ত্বাবধানে পরিচালিত হয়।

অনেক মানুষ ইসলাহ্ এবং আত্মশুদ্ধির জন্য নিজেদের হযরত মুফতি ইব্রাহিম সালেজি (দামাত বারাকাতুহ্) ‘র সাথে সংযুক্ত করেছে। তারা নিয়মিত তাঁর সাপ্তাহিক আত্মার পরিশুদ্ধি সম্পর্কিত বিষয়ক এবং অন্যান্য সম্পর্কিত বিষয়ক বয়ানে অংশগ্রহণ করে, যার দ্বারা তারা তাদের ঈমান মজবুত করতে এবং জীবনধারা উন্নত করতে সক্ষম হয়।

দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করার পর হযরত মুফতি ইব্রাহিম সালেজি (দামাত বারাকাতুহু)  দক্ষিণ আফ্রিকা ফিরে আসেন যেখানে তিনি নিজ বাসভবনে তা’লিম উদ-দ্বীন নামে একটি মাদ্রাসা চালু করেন। আলহামদুলিল্লাহ, আজ এই মাদরাসা দক্ষিণ আফ্রিকার “বিশিষ্ট মাদ্রাসাগুলোর একটি” হিসেবে গণ্য হয়, যেখান থেকে শত শত ছাত্র দ্বীনি জ্ঞান অর্জন করেছেন, অতঃপর দুনিয়া জুড়ে দ্বীনি জ্ঞান প্রচার শুরু করেছেন।

আমরা দোয়া করি যেন, আল্লাহ্ তাআ’লা মুফতি সালেজি সাহেব (দামাত বারাকাতুহু) ‘কে সু-স্বাস্থ্য এবং লম্বা হায়াত দান করেন, এবং উম্মত যেন তাঁর থেকে ফায়দা লাভ করতে থাকে – আমিন।