রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর দুআ নিশ্চত করা

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي بلغتني صلاته وصليت عليه وكتبت له سوى ذلك عشر حسنات (المعجم الأوسط للطبراني، الرقم: 1642)[1]

হযরত আনাস ইবনে মালিক (রাদ্বীয়াল্লাহু আনহু) বৰ্ণণা করেন যে, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) ফরমান, “যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠায়, তার দুরুদ আমার নিকট পৌছাঁয় (ফেরেশতাদের মাধ্যমে) এবং আমি তার জন্য দুআ করি। তার উপর, তার জন্য দশটি নেকি লিখিত হয়।”

অধিক পরিমানে দুরুদের কারণে মৃত্যুর যন্ত্রনা থেকে রক্ষা পাওয়া

“নুযহাতুল মাজালিস”-এ, নিম্নোক্ত ঘটনা বর্ণিত রয়েছে যে:

একদা, এক ব্যক্তি একজন অত্যন্ত অসুস্থ ব্যক্তিকে মৃত্যু শয্যায় থাকা অবস্থায় দেখতে যায়। তিনি অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, “এই চলে যাওয়ার মুহুর্তে আপনি তীব্র মৃত্যু যন্ত্রনা কেমন অনুভব করছেন?” তিনি উত্তর দিলেন, “আমি কোন যন্ত্রনাই অনুভব করছি না। আমি আলেম উলামাদের বলতে শুনেছি যে, যে ব্যক্তি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর ওপর অধিক পরিমানে দুরুদ পাঠ করে সে মৃত্যুর সময় নিজেকে মৃত্যুর যন্ত্রনা থেকে সুরক্ষিত পাবে।”[2]

يَا رَبِّ صَلِّ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا عَلَى حَبِيْبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] سنده لا بأس به كما القول البديع صـ 239

[2] فضائل درود صـ 181

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …