হযরত সা’দ বিন আবি ওয়াক্কাস এবং হযরত আবদুল্লাহ বিন উমর (রাদ্বীয়াল্লাহু ‎‎‘আনহুম) দের হযরত সাঈদ বিন যায়েদ (রাদ্বীয়াল্লাহু আনহু) এর গোসলে অংশগ্রহণ ‎করা

لما توفي سيدنا سعيد بن زيد رضي الله عنه، كان سيدنا سعد بن أبي وقاص  وسيدنا عبد الله بن عمر رضي الله عنهما ممن غسّله (من مجمع الزوائد، الرقم: ١٤٨٨٠ وصحيح البخاري، الرقم: ٣٩٩٠)

হযরত সাঈদ বিন যায়েদ (রাদ্বীয়াল্লাহু আনহু) যখন ইন্তেকাল করেন, তখন হযরত সা’দ বিন আবি ওয়াক্কাস (রাদ্বীয়াল্লাহু আনহু) এবং হযরত আবদুল্লাহ বিন উমর (রাদ্বীয়াল্লাহু আনহুমা) তাঁকে গোসল করানো লোকদের মধ্যে ছিলেন। (মাজমাউয জাওয়ায়েদ #১৪৮৮০, সহীহ বুখারী #৩৯৯০)‎

হযরত সা’দ বিন আবি ওয়াক্কাস (রাদ্বীয়াল্লাহু আনহু)এর হযরত সাঈদ বিন যায়েদ (রাদ্বীয়াল্লাহু আনহু) এর গোসালে অংশগ্রহণ করা

হযরত সাঈদ বিন যায়েদ (রাদ্বীয়াল্লাহু আনহু) যখন ইন্তেকাল করেন, তখন হযরত সা’দ বিন আবি ওয়াক্কাস (রাদ্বীয়াল্লাহু আনহু) এবং হযরত আবদুল্লাহ বিন উমর (রাদ্বীয়াল্লাহু আনহুমা) তাঁকে গোসল করানো লোকদের মধ্যে ছিলেন।

গোসলের পর জানাযা আকীক থেকে মদীনা মুনাওয়ারাহ পর্যন্ত মদীনা মুনাওয়ারার কবরস্থান বাকী’তে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। যখন জানাযা হযরত সা’দ (রাদ্বীয়াল্লাহু আনহু) এর বাড়ির পাশ দিয়ে অতিক্রম করল, তখন তিনি (হযরত সা’দ রাদ্বীয়াল্লাহু আনহু) দ্রুত গোসল করার জন্য তাঁর বাড়িতে প্রবেশ করলেন এবং দাফনে লোকদের সাথে যোগ দিলেন।

ঘর থেকে বের হওয়ার আগে, তিনি তাঁর পরিবারকে উদ্দেশ্য করে বললেন, “আমি সা’দ (রাদ্বীয়াল্লাহু আনহু) এর গোসলে অংশগ্রহণ করার কারণে গোসল করিনি। বরং, আমি কেবল গরমের কারণে গোসল করেছি।” (মাজমাউয যাওয়াইদ #১৪৮৮০)

Check Also

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর জান্নাতে হযরত বিলাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর পদধ্বনি শুনা

ذات مرة، قال رسول الله صلى الله عليه وسلم لسيدنا بلال رضي الله عنه: سمعت …