জুমুআতে দুরুদ পাঠের মাধ্যমে হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ‎ওয়াসল্লাম) এর দোয়া লাভ করা

عن عمر بن الخطاب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أكثروا الصلاة علي في الليلة الزهراء واليوم الأغر فإن صلاتكم تعرض علي فأدعو لكم وأستغفر (القربة لابن بشكوال، الرقم: 107)[1]

রত মর ইবনে খাত্তাব (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “জুমুআর আলোকিত রাতে এবং উজ্জ্বল দিনে আমার ওপর দুরদ পাঠের পরিমাণ বাড়িয়ে দাও, কারণ তোমার দরদ আমার সামনে পেশ করা হয়। অতঃপর আমি তোমার জন্য দোয়া করি এবং আল্লাহর কাছে তোমার গুনাহ মাফের প্রার্থনা করি।

টাখনুর উপরে প্যান্ট পরিধান রা

সুহাইল বিন হানযালাহ (রাদ্বীয়াল্লাহু আনহু) একবার উল্লেখ করেন:

এক অনুষ্ঠানে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) খুরাইম আসাদীর কথা উল্লেখ করে বলেন, “তিনি দুটি অভ্যাস ছাড়া একজন ভালো মানুষ, সে তার মাথার চুল অনেক লম্বা রাখে এবং সে গোড়ালির নিচে তার ইজার (প্যান্ট) পরিধান করে।”

খুরাইম (রাদ্বীয়াল্লাহু আনহু) যখন বিষয়টি জানতে পারলেন, তখন তিনি তার কান পর্যন্ত চুল কেটে ফেললেন এবং তার পায়ের নলির মাঝামাঝি পর্যন্ত ইজার পরিধান করতে লাগলেন।[2]

يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ


[1] وسنده ضعف كما في القول البديع صـ 335

[2] سنن أبي داود، الرقم: 4089، وإسناده حسن كما في رياض الصالحين صـ 260

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …