কিয়ামতের দিন হুজুর (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর খাস নৈকট্য লাভ করা

عن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة (سنن الترمذي، الرقم: 484)[1]

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) থেকে বৰ্ণিত, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এরশাদ ফরমান, “কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচাইতে নিকটবৰ্তী (এবং আমার শাফাআতের সবচেয়ে যোগ্য) হবে  যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দূরুদ পাঠ করতো।

দূরুদ শরিফের আধিক্যের কারনে সুগন্ধি নিৰ্গত হওয়া

হযরত মাওলানা ফাইজুল হাসান সাহারানপুরী (রহমতুল্লাহি আলাইহ) এর জামাতা (দামাদ) একবার শাইখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া (রহমতুল্লাহি আলাইহ) কে বলেছিলেন যে, মাওলানা ফয়েজুল হাসান সাহারানপুরী (রহমতুল্লাহি আলাইহ) এর মৃত্যুর পর, তাঁর কক্ষ থেকে মিষ্টি সুগন্ধি ছড়িয়ে পড়তো। এটি তাঁর মৃত্যুর পর পুরো এক মাস পর্যন্ত চলে।

 যখন এই অবস্থা হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানুতবি (রহমতুল্লাহি আলাইহ) এর নিকট বর্ণনা করা হয়, তিনি বললেন, “এটি দুরুদ শরীফের বরকত যা তিনি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর পাঠ করতেন।” নিজ জীবদ্দশায়, হযরত মাওলানা ফয়েজুল হাসান সাহারানপুরী (রহমতুল্লাহি আলাইহ) রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর অত্যাধিক দরুদ পাঠ করায় নিজেকে অভ্যস্ত করেন, বিশেষ করে শুক্রবার রাতে (অর্থাৎ, শুক্রবারের আগের রাত)।[2]

‎يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] وحسنه الإمام الترمذي رحمه الله،  الرقم: 484

[2] فضائل درود صـ 153 

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …