দশটি আশীর্বাদ লাভ করা

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي مرة واحدة كتب الله عز وجل له بها عشر حسنات (مسند أحمد، الرقم: 7561)[1]

হযরত আবু হুরাইরা (রাদ্বীয়াল্লাহু আনহু) থেকে বৰ্ণিত, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) ফরমান, “যে ব্যক্তি আমার উপর একবার সালাম প্রেরণ করে, আল্লাহ তাআলা তার জন্য দশটি সওয়াব লিখবেন (তার আমল নামায়)।”

দরুদে ওয়াসাল্লাম যোগ করা

হযরত ইবরাহিম নাসাফি (রহমতুল্লাহি আলাইহ) বর্ণণা করেন:

একবার, আমি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) কে স্বপ্নে দেখি। স্বপ্নে আমি অনিশ্চিত ছিলাম যে উনি আমার উপর নারাজ ছিলেন কিনা। আমি আমার হাত আগে বাড়াই, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর হাত ধরি এবং তাতে চুমো দিই।

আমি বড় দুশ্চিন্তার সাথে জিজ্ঞাসা করি, “হে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম), প্রকৃতপক্ষে আমি হাদিসের খাদেমদের মধ্যে একজন। আমি আহলুস সুন্নার অন্তর্ভুক্ত (যারা আপনাক পদ্ধতি অনুসরন করে) এবং আমি খুব দূরের একজন পথিক। আমার উপর সহানুভূতি করুন। আমি কি আপনাকে নারাজ করেছি? ” রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) মুছকি হাসলেন এবং বললেন, “যখনি তুমি দরুদ পাঠ করো, তখন তুমি সালাম পাঠ করোনা কেন? ” তারপর, ‘ওয়াসাল্লাম’ পড়াও আমার স্থায়ি অভ্যাসে পরিনত হয়।[2]

‎يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] ورجاله رجال الصحيح غير ربعي بن إبراهيم وهو ثقة مأمون كما في مجمع الزوائد، الرقم: 17282

[2] القول البديع صـ 488

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …