عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي عند قبري سمعته ومن صلى علي من بعيد أعلمته (أخرجه أبو الشيخ كذا في القول البديع صـ 325)[1]
হাদিসে বর্ণিত আছে যে, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “যখন তোমরা আমার কবরে দুরুদ পাঠ করো, তখন আমি তোমাদের দুরুদ শুনতে পাই এবং তুমি যখন দূর থেকে দুরুদ পাঠ করো, তখন তোমার দুরুদ আমার কাছে (ফেরেশতাদের মাধ্যমে) পৌঁছে দেওয়া হয়।”
হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর প্রতি হযরত আবু বকর সিদ্দীক (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর ভালোবাসা
রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এবং হযরত আবু বকর সিদ্দীক (রাদ্বীয়াল্লাহু আনহু) রাতে হিজরতের উদ্দেশ্যে রওয়ানা হন। সফরের সময় হযরত আবু বকর সিদ্দীক (রাদ্বীয়াল্লাহু আনহু) কখনো হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর সামনে হাঁটতেন, কখনো পেছনে। কখনো তিনি হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর ডান দিকে আবার কখনো বাম দিকে হাঁটতেন।
হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এই অদ্ভুত আচরণ লক্ষ্য করার পর জিজ্ঞেস করলেন, “হে আবু বকর! আমি তোমাকে মাঝে মাঝে আমার সামনে বা পিছনে এবং মাঝে মাঝে আমার পাশে চলতে দেখছি। কোন বিষয়টি তোমাকে এইভাবে আচরণ করতে প্ররোচিত করছে? ” হযরত আবু বকর সিদ্দীক (রাদ্বীয়াল্লাহু আনহু) উত্তরে বললেন, “যখনই আমার মনে শত্রুর পিছন দিক থেকে আপনাকে আক্রমণের চিন্তা আসে তখনই আমি দ্রুত পিছন দিকে চলে যাই এবং যখনই সামনে থেকে অতর্কিত আক্রমণে অপেক্ষমান শত্রুর ভয় আমাকে কাবু করে, তখনই আমি দ্রুত আপনার সামনে চলে যাই। একইভাবে, যখন ডান বা বাম দিক থেকে শত্রু আক্রমণের চিন্তা আমার মাথায় আসে, তখন আমি সেদিকে চলে যাই।”
তখন হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেন, “হে আবু বকর! তুমি কি পছন্দ কর যে তোমার জীবন আমার জন্য উৎসর্গীত হোক?” হযরত আবু বকর সিদ্দীক (রাদ্বীয়াল্লাহু আনহু)উত্তরে বললেন, “নিশ্চয়ই হে আল্লাহর রসুল, আমি সেই সত্তার শপথ করছি যিনি আপনাকে ইসলামের সত্যের সাথে পাঠিয়েছেন!”[2]
يَا رَبِّ صَلِّ وَ سَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ
[1] أخرجه أبو الشيخ في الثواب له من طريق أبي معاوية عن الأعمش عن أبي صالح عنه ومن طريقه الديلمي وقال ابن القيم إنه غريب قلت: وسنده جيد كما أفاده شيخنا كذا في القول البديع صـ 325
[2] المستدرك على الصحيحين للحاكم، الرقم: 4268، وقال: هذا حديث صحيح الإسناد على شرط الشيخين لولا إرسال فيه ولم يخرجاه وقال الذهبي: صحيح مرسل