হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)-এর শাফাআত লাভ করা

عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: من زار قبري وجبت له شفاعتي (سنن الدارقطني، الرقم: 2695)[1]

হযরত ইবনু উমর (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) বলেছেন, “যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, তার জন্য আমার সুপারিশ আবশ্যক হয়ে যাবে (অর্থাৎ আমি অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর কাছে তাকে ক্ষমা করার জন্য সুপারিশ করব)।”

মজলিসে দুরদ পাঠ করা

নুজহাতুল মাজালিসের লেখক একজন নির্দিষ্ট দরবেশ থেকে নিম্নলিখিত ঘটনাটি বর্ণনা করেছেন:

আমার এক প্রতিবেশী যে খুব পাপী ছিল। আমি তাকে সর্বদা তাওবা করার জন্য অনুরোধ করেছি, কিন্তু তিনি শোনেনি। তিনি ইন্তেকাল করার পর আমি তাকে জান্নাতে দেখেছি। আমি যখন জিজ্ঞাসা করলাম তিনি কিভাবে জান্নাতে পৌঁছেছেন, তিনি বললেন, “আমি একবার একজন মুহাদ্দিসের (হাদিস বিশারদ) মজলিসে উপস্থিত ছিলাম, তিনি বলেছিলেন, ‘যে ব্যক্তি উচ্চস্বরে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) এর উপর দুরুদ পাঠ করবে সে জান্নাতের নিশ্চয়তা পাবে।’ আমি উচ্চস্বরে দুরুদ পাঠ করি এবং অন্যরাও তা পাঠ করেন। তাই আল্লাহ তাআ’লা  আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন।”[2]


[1] رواه البزار والدارقطني قاله النووي وقال ابن حجر في شرح المناسك: رواه ابن خزيمة في صحيحه وصححه جماعة كعبد الحق والتقي السبكي وقال القاري في شرح الشفا : صححه جماعة من أئمة الحديث (فضائلِ حج صـ 182)

[2] نزهة المجالس 2/87

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …