আযান এবং ইকামতের সুন্নত এবং আদব – সপ্তদশ খন্ড

ইকামাতের জবাব দেওয়া

আযানের উত্তর যেভাবে দেওয়া হয় সেভাবে ইকামাতের জবাব দেওয়া। কিন্তু, قَدْ قَامَتِ الصَّلاَهْ (ক্বদ ক্বমাতিস সালাহ) এর জবাব দেওয়ার সময় নিম্নোক্ত বাক্য পড়া:

أَقَامَهَا اللهُ وَأَدَامَهَا

আল্লাহ তা’আলা এটাকে (নামাজ) কায়েম করুন এবং সংরক্ষণ করুন।

عن أبي أمامة أو بعض أصحاب رسول الله صلى الله عليه وسلم أن بلالا أخذ في الإقامة فلما أن قال: قد قامت الصلاة قال رسول الله صلى الله عليه وسلم: أقامها الله وأدامها (سنن أبي داود، الرقم: 528)[1]

হযরত আবু উমামাহ (রাদ্বীয়াল্লাহু আনহু) বা অন্য কোনো একজন সাহাবী বর্ণনা করেন যে, একবার হযরত বিলাল (রাদ্বীয়াল্লাহু আনহু) ইকামাত দিচ্ছিলেন। যখন তিনি قَدْ قَامَتِ الصَّلاَهْ (ক্বদ ক্বমাতিস সালাহ)-য় পৌঁছান, তখন রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) أَقَامَهَا اللهُ وَأَدَامَهَا (আক্বামাহাআল্লাহু ওয়া আদমাহা) বলার মাধ্যমে জবাব দেন।


[1] قال المنذري: في إسناده رجل مجهول وشهر بن حوشب تكلم فيه غير واحد ووثقه الإمام أحمد ويحيى بن معين (مختصر سنن أبي داود 1/210)

Check Also

পুরুষের নামাজ – সপ্তম খন্ড

রুকু এবং কওমা (১) সূরা ফাতিহা এবং কিরাত পড়া শেষ হলে পুনরায় তাকবীর পড়া এবং …