এই উম্মতের জান্নাতে প্রবেশকারী প্রথম ব্যক্তি

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি

سئل سيدنا رسول الله صلى الله عليه وسلم مرة فقيل: يا رسول الله! أي الناس أحب إليك؟ قال: عائشة، قيل: من الرجال؟ قال: أبوها (سنن ابن ماجة، الرقم: 101)

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল কোন ব্যক্তি তার কাছে সবচেয়ে প্রিয়? রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) উত্তরে বললেন, “হযরত আয়েশা (রাদ্বীয়াল্লাহু আনহা)।”

লোকটি তখন জিজ্ঞাসা করল যে পুরুষদের মধ্যে কে তার কাছে সবচেয়ে প্রিয়? রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) উত্তর দিলেন, “তাঁর পিতা (অর্থাৎ হযরত আবু বকর সিদ্দীক [রাদ্বীয়াল্লাহু আনহু])।”

এই উম্মতের জান্নাতে প্রবেশকারী প্রথম ব্যক্তি

মুবারক হাদিসে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) ব্যাখ্যা করেন যে, তাঁর উম্মত অন্যান্য সকল উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে এবং তাঁর সমগ্র উম্মতের মধ্যে হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু) তাঁর পরে প্রথম ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশ করবেন।

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “হযরত জিবরাঈল (আলাইহিস সালাম) আমার সামনে হাজির হলেন, আমার হাত ধরে আমাকে জান্নাতের দরজা দেখালেন যেখান দিয়ে আমার উম্মত প্রবেশ করবে।”

হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু) জবাবে বললেন, “হে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)! কতই না ইচ্ছা আমি যদি আপনার সাথে থাকতাম (যখন হযরত জিবরাঈল আলাইহিস সালাম আপনাকে জান্নাতের দরজা দেখিয়েছিলেন) যাতে আমিও তা দেখতে পেতাম!”

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বললেন, “হে আবু বকর, তুমিই হবে আমার উম্মতের প্রথম ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশ করবেন।”[1]


[1] سنن أبي داود، الرقم: 4652

Check Also

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর জান্নাতে হযরত বিলাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর পদধ্বনি শুনা

ذات مرة، قال رسول الله صلى الله عليه وسلم لسيدنا بلال رضي الله عنه: سمعت …