এক কিরাত সওয়াব লাভ করা

عن علي بن أبي طالب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من صلى علي صلاة كتب الله له قيراطا والقيراط مثل أحد (مصنف عبد الرزاق، الرقم: 153)[1]

হযরত আলি বিন আবু তালিব (রাদ্বীয়াল্লাহু আনহু) থেকে বৰ্ণিত, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) ফরমান, “যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত সওয়াব লিখবেন, এবং এক কিরাত উহুদ পাহাড়ের সমান।”

হযরত আদম (আলাইহিস সালাম) এর মোহরানা

শাইখ আব্দুল হক দেহলভি (রহমতুল্লাহি আলাইহ) “মাদারিজুন নবূআহ” তে লিখেন যে যখন হযরত হাওয়া (রাদ্বীয়াল্লাহু আনহা) কে তৈরি করা হয়, হযরত আদম (আলাইহিস সালাম) তাঁর দিকে নিজের হাত বাড়ানোর চেষ্টা করে। তখন ফেরেশতারা বলেন, “বিয়ে পড়ানো এবং আপনি তাঁর মোহরানা আদায় করা পর্যন্ত ধৈর্য ধরুন।”তখন হযরত আদম (আলাইহিস সালাম) জিজ্ঞাসা করলেন, “মোহরানা কি? ” ফেরেশতারা উত্তর দিলেন, “রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর দুরুদ প্রেরণ করা।”(অন্য একটি রিওয়াত অনুসারে, মোহরানা রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর বিশটি দুরুদ ছিলো)।[2]

يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ


[1] وسنده ضعيف كما في القول البديع صـ 260

[2] فضائل درود صـ 155، القول البديع صـ 132، شرح الزرقاني على المواهب 1/101

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …