عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: صلوا علي فإنها زكاة لكم واسألوا الله لي الوسيلة فإنها درجة في أعلى الجنة لا ينالها إلا رجل وأرجو أن أكون أنا هو (مسند الإمام أحمد، الرقم: ۸۷۷۰)[1]
হযরত আবু হুরাইরা (রাদ্বীয়াল্লাহু আনহু) থেকে বৰ্ণিত, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) ফরমান, “আমার ওপর দুরুদ পাঠ করো, অবশ্যই ইহা তোমাদের জন্য আত্মশুদ্ধির একটি রূপ। আমার জন্য আল্লাহর কাছে ‘মাকামে অচিলার‘ দোয়া করিতে থাকো, যেটি জান্নাতের সর্বোচ্চ দৰ্জা সমুহের মধ্যে একটি উচ্চ মৰ্যাদাময় স্থান, যা শুধুমাত্র একজন ব্যক্তির জন্য সংরক্ষিত, আর আমি আশা করি যে আমিই সে ব্যক্তি যাকে এই সম্মান এবং অবস্থান দান করা হবে।
হযরত আবু উবাইদাহ (রাদ্বীয়াল্লাহু আনহু) তাঁর দাঁত হারানো:
উহুদের যুদ্ধে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের দ্বারা মারাত্মকভাবে আক্রমণের শিকার হোন, এবং হুজুর (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর শিরনাস্ত্রের (হেলমেট) দুটি খিল তাঁর চেহারার ভিতর ঢুকে যায়।
হযরত আবু বকর সিদ্দিক (রাদ্বীয়াল্লাহু আনহু) এবং হযরত আবু উবাইদাহ (রাদ্বীয়াল্লাহু আনহু) সাথে সাথে হুজুর (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর সাহায্যের জন্য ছুটে গেলেন। হযরত আবু উবাইদাহ (রাদ্বীয়াল্লাহু আনহু) তাঁর দাঁত দিয়ে খিলগুলোকে টানতে শুরু করলেন। যতক্ষণে একটি খিল অপসারিত হয়, তিনি তাঁর একটি দাঁত হারান। দাঁত ভাঙ্গার বিষয়ে অনুতপ্ত না হয়ে, তিনি আবারো দ্বিতীয় খিলটিও বের করার জন্য তাঁর দাঁত ব্যবহার করেন। তিনি দ্বিতীয় খিলটিও বের করতে সক্ষম হোন, কিন্তু এ প্রক্রিয়ায় তিনার অরো একটি দাঁত হারান।
যখন খিলগুলো বের করা হয়, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহ থেকে রক্ত ঝরতে থাকে। হযরত মালিক বিন সিনান (রাদ্বীয়াল্লাহু আনহু) হযরত আবু সাঈদ আল-খুদরীর পিতা, এই রক্তগুলো তিনার ঠোঁট দিয়ে চেটে ফেললেন। এতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “জাহান্নামের আগুন তাকে ছুঁতে পারবে না যার রক্তের সাথে আমার রক্ত মিলে গেল।”[2]
يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ
[1] رواه البزار وفيه داود بن علبة ضعفه ابن معين والنسائي وغيرهما ووثقه ابن نمير وقال موسى بن داود الضبي: حدثنا داود بن علبة وأثنى عليه خيرا وقال ابن عدي: هو في جملة الضعفاء ممن يكتب حديثه (مجمع الزوائد، الرقم: 1877)
[2] مسند أبي داود الطيالسي، الرقم: 6، فتح الباري 7/366، الآحاد والمثاني لابن أبي عاصم، الرقم: 2097