আল্লাহ তা’আলার কোন ব্যক্তির সাথে বিশেষভাবে আচরণ করা

عن أبي طلحة الأنصاري رضي الله عنه قال: أصبح رسول الله صلى الله عليه وسلم يوما طيب النفس يرى في وجهه البشر قالوا: يا رسول الله أصبحت اليوم طيب النفس يرى في وجهك البشر قال: أجل أتاني آت من ربي عز وجل فقال: من صلى عليك من أمتك صلاة كتب الله له بها عشر حسنات ومحا عنه عشر سيئات، ورفع له عشر درجات ورد عليه مثلها (مسند أحمد: الرقم: 16352)[1]

রত আবু তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন: এক সকালে নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এমন খুশিতে আমাদের কাছে এলেন যে, তাঁর বরকতময় মুখমণ্ডল থেকে আনন্দ এবং খুশি ফুটে উঠল। সাহাবা (রাদ্বীয়াল্লাহু আনহু) জিজ্ঞাসা করলেন, “হে রসুলুল্লাহ, আমরা লক্ষ্য করছি যে আপনি আজ খুব খুশি। আপনার বরকতময় মুখে খুশি স্পষ্ট দেখা যাচ্ছেরসলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) উত্তর দিলেন, “হ্যাঁ, আমার রবের পক্ষ থেকে একজন রসল আমার কাছে নিম্নোক্ত বার্তা নিয়ে এসেছেন, ‘আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি আপনার উপর একবার দদ পাঠ করবে, আল্লাহ তার জন্য দশটি নেক আমল লিপিবদ্ধ করবেন, দশটি গুনাহ মুছে দেবেন এবং গুনাহ মাফ করবেন। জান্নাতে তার মর্যাদা দশটি স্তরে বৃদ্ধি করবেন এবং অনুরূপভাবে তার দুরদের জবাব দেবেন (অর্থাৎ আল্লাহ তার প্রতি দশটি রহমত ও বরকত পাঠাবেন)।

হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর কবরে কারো পক্ষ থেকে দুরুদ পাঠ করা

হযরত ইয়াযীদ বিন আবী সাঈদ আল-মাদানী (রহিমাহুল্লাহ্) উল্লেখ করেন:

এক অনুষ্ঠানে (মদীনা মুনাওয়ারাহ ভ্রমণের ইচ্ছায়) যাই আমি উমর বিন আবদিল আযীয (রহিমাহুল্লাহ্)-কে বিদায় জানালাম। উমর ‎(রাদ্বীয়াল্লাহু আনহু) আমাকে বললেন, আমার একটি ইচ্ছা আছে যা আমার জন্য আপনি পূরণ করতে চান। আমি উত্তরে বললাম, “হে আমীরুল মু’মিনীন! আমার কোন ইচ্ছা পূরণ করার জন্য আপনার প্রয়োজন?”

তিনি উত্তর দিলেন, “যখন আপনি মদীনা মুনাওয়ারায় পৌঁছবেন এবং রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর কবর দেখতে পাবেন, তখন আমার সালাম রসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামকে জানাবেন।”[2]

يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ


[1] وفي سنده ضعف كما في القول البديع صـ 247

[2] شعب الإيمان، الرقم: 3870، القول البديع صـ 421

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …