আল্লাহ তাআলার সন্তুষ্টি নিশ্চত করা

عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من سره أن يلقى الله وهو عليه راض فليكثر الصلاة علي (الكامل في ضعفاء الرجال 6/32)[1]

হযরত আয়েশা (রাদ্বীয়াল্লাহু আনহা) থেকে বৰ্ণিত, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) ফরমান, “যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় মোলাকাত করার ইচ্ছে করে যখন আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট তবে সে যেন আমার উপর অধিক পরিমানে দুরুদ পাঠ করে।”

অধিক পরিমানে দরুদ আল্লাহ তাআলার ক্ষমার কারন হওয়া

শেখ ইবনে হাজার মাক্কি (রহমতুল্লাহি আলাইহ) বর্ণণা করেন একদা এক বুজুর্গ ব্যক্তিকে তার মৃত্যুর পর স্বপ্নে দেখা যায়। তাকে আখিরাতে তার অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়। বুজুর্গ ব্যক্তি উত্তর দেন, “আল্লাহ তাআলা আমার উপর রহম করেছেন, আমার গুনাহ গুলোকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন।”যখন এর কারন জিজ্ঞাসা করা হয় তখন তিনি উত্তর দেন, “ফেরেশতাদের আমার গুনাহ এবং রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর আমার প্রেরিত দুরুদ গণণা করার হুকুম দেওয়া হয়। যখন দেখা যায় যে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর আমার প্রেরিত দুরুদ আমার গুণাহগুলোকে সংখ্যায় ছড়িয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্বোধন করেন এবং বলেন, ‘(তার ক্ষমার জন্য) ইহা যথেষ্ট। আগে গননা বন্দ করা হোক। তাকে জান্নাতে প্রবেশ করাও।’”[2]

‎يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] وإسناده ضعيف كما في القول البديع صـ 267

[2] الدر المنضود صـ 183

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …