সত্তরটি সওয়াব লাভ করা

عن عبد الرحمن بن مريح الخولاني قال: سمعت أبا قيس مولى عمرو بن العاص يقول: سمعت عبد الله بن عمرو يقول: من صلى على رسول الله صلى الله عليه وسلم صلاة صلى الله عليه وملائكته سبعين صلاة فليقل عبد من ذلك أو ليكثر (مسند أحمد، الرقم: 6605)[1]

হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস (রাদ্বীয়াল্লাহু আনহুমা) বর্ণণা করেন যে, যে ব্যক্তি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর একবার সালাম প্রেরণ করে, তার একটি দুরুদের বদৌলতে আল্লাহ তাআলা এবং ফেরেশতারা তার উপর সত্তর রহমত এবং আশীর্বাদ প্রেরণ করবেন। সুতরাং, যে ব্যক্তি তার দুরুদ বাড়ানোর ইচ্ছে করে সে যেন তা বাড়ায়, আর যে ব্যক্তি তার দুরুদ  কমানোর ইচ্ছে করে সে যেন তা কমায় ( অর্থাৎ, সে যদি প্রচুরপরিমাণ সওয়াব লাভ করতে চায়, তাহলে সে যেন তার দুরুদ  বাড়ায়)।

প্রচুর দুরুদ পড়ার মাধ্যমে নাজাত

এক ব্যক্তি একবার আবু হাফস আল-কাঘহাযি (রহমতুল্লাহি আলাইহ) কে তার মৃত্যুর পর স্বপ্নে দেখেন, যিনি খুবই নেক ব্যক্তি ছিলেন। আবু হাফস (রহমতুল্লাহি আলাইহ) কে দেখা মাত্রই, ঐ ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করে, “আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছেন?” আবু হাফস (রহমতুল্লাহি আলাইহ) উত্তর দিলেন, “আল্লাহ তাআলা আমার উপর রহমত করেছেন, মাফ করে দিয়েছেন এবং আমাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন।” যখন আবু হাফস (রহমতুল্লাহি আলাইহ) কে এইভাবে সম্মানিত এবং মহিমান্বিত হওয়ার কারন জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন, “যখন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, তিনি ফেরেশতাদের আমার আমল গণণা করা শরু করতে হুকুম দেন। এইভাবে তারা আমার গুনাহগুলোকে গণণা করে এবং রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর আমার প্রেরিত দুরুদ গণণা করে, এবং দেখতে পায় যে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর আমার প্রেরিত দুরুদ আমার গুণাহগুলোকে সংখ্যায় ছড়িয়ে যায়। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, ‘ও আমার ফেরেশতারা! ইহা যথেষ্ট! তাকে তার গুণাহের জন্য জবাবদিহি করোনা এবং তাকে আমার জান্নাতে প্রবেশ করাও!’”[2]

‎يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] وإسناده حسن وحكمه الرفع إذ لا مجال للإجتهاد فيه كما في القول البديع صـ 237

[2] ابن بشكوال كما في القول البديع صـ 259

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …