পৃথিবীর পৃষ্ঠে হাঁটা একজন শহীদ

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) একবার উল্লেখ করেছেন:‎

من سره أن ينظر إلى شهيد يمشي على وجه الأرض فلينظر إلى طلحة بن عبيد الله (سنن الترمذي، الرقم: ٣٧٣٩)

যে ব্যক্তি একজন শহীদকে জমিতে হেঁটে যেতে দেখতে চায় তার উচিত তালহা ইবনে উবাইদিল্লাহর দিকে তাকানো। (সুনানে তিরমিযী #৩৭৩৯)‎

হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর উদারতা

আলী বিন যায়েদ (রহিমাহুল্লাহ) বর্ণনা করেন যে, একবার এক বেদুইন হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর কাছে সাহায্য চাওয়ার জন্য এলেন। বেদুইনটি হযরত তালহা (রাদিয়াল্লাহু আনহু)-এর আত্মীয় ছিল এবং তার অনুরোধ পেশ করার সময়, তিনি তাঁকে নিজেদের মধ্যে থাকা আত্মীয়তার বন্ধনের মাধ্যমে সাহায্যের জন্য জিজ্ঞাসা করেছিলেন।

হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) জবাব দিলেন, ‘তোমার আগে কেউ আমার কাছে আত্মীয়তার মাধ্যমে সাহায্য চায়নি।’ তারপর তিনি বললেন আমার কাছে একটি জমি আছে, যার জন্য হযরত উসমান (রাদ্বীয়াল্লাহু আনহু) আমাকে তিন লক্ষ দিরহাম অফার করলেন। তুমি এই জমিটি নিতে পার।  আর তুমি যদি চাও, আমি তোমার পক্ষ থেকে জমিটি হযরত উসমান (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর কাছে বিক্রি করে দেব এবং তারপর যে পরিমাণ টাকা বিক্রি করব তা তোমাকে দিয়ে দেব।

কাবিসাহ ইবনে জাবির (রহিমাহুল্লাহ) বলেন, আমি কিছুক্ষণ হযরত তালহা ইবনে উবাইদিল্লাহ (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর সান্নিধ্যে ছিলাম এবং দরিদ্ররা তাঁর কাছে চাওয়া ছাড়াই তাদের জন্য বিপুল পরিমাণ সম্পদ ব্যয় করার ক্ষেত্রে তাঁর চেয়ে উদার কাউকে পেলাম না।”

Check Also

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর হযরত আব্দুর রহমান বিন আউফ (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর প্রশংসা করা

شكا سيدنا عبد الرحمن بن عوف رضي الله عنه رجلا يؤذيه إلى رسول الله صلى …