জীবিকা একমাত্র ‎আল্লাহর হাতে

প্রত্যেক প্রাণীরই তার ধারাবাহিকতা ও বেঁচে থাকার জন্য রিজিকের প্রয়োজন এবং রিজিক একমাত্র আল্লাহর হাতে।’

যোগ্যতা, শক্তি এবং বুদ্ধিমত্তা কারো জীবিকা নির্ধারনের ভিত্তি নয়। কবির কথাগুলো কতটা সত্য:

ينال الفتى من عيشه وهو جاهل     ويكدى الفتى في دهره وهو عالم

ولو كانت الأرزاق تجرى على الحجى     هلكن إذا من جهلهن البهائم

একজন ব্যক্তি বুদ্ধিমত্তা না থাকা সত্ত্বেও (প্রচুর) জীবিকা অর্জন করে। শিক্ষা ও বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও অন্য একজনকে দরিদ্র রয়ে গেছে।

যদি বুদ্ধিমত্তার ভিত্তিতে জীবিকা বণ্টন করা হতো, তাহলে অজ্ঞতার কারণে পশু-পাখিরা সব ধ্বংস হয়ে যেত।[1]


[1] نهاية الأرب في فنون الأدب: 3/95