জান্নাতে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর প্রতিবেশী

হযরত তালহা ও হযরত যুবাইর (রাদ্বীয়াল্লাহু আনহুমা) সম্পর্কে হযরত আলী (রাদ্বীয়াল্লাহু আনহু) বলেন:

سمعت أذني مِن فِيْ رسول الله صلى الله عليه وسلم وهو يقول: طلحة والزبير جاراي في الجنة. (جامع الترمذي، الرقم: ٣٧٤١)

“আমার কান সরাসরি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর বরকতময় মুখ থেকে নিম্নোক্ত উক্তিটি শুনেছিলঃ

“তালহা ও যুবাইর জান্নাতে আমার প্রতিবেশী হবেন।”‎” (সুনানে তিরমিযী #৩৭৪১)

হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর ভয় যে, দুনিয়ার ধন-সম্পদ যেন তাঁকে আল্লাহ তায়ালা থেকে গাফেল না করে দেয়

একবার হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) হাদরামাওত থেকে সাত লাখ দিরহাম লাভ করেন। সেই রাতে, যখন তিনি ঘুমাতে শুয়েছিলেন, তিনি অস্থির ছিলেন, এদিক-ওদিক ঘুরছিলেন।

তাঁর অস্বস্তি লক্ষ্য করে, তাঁর স্ত্রী জিজ্ঞাসা করলেন, “আপনার কি কষ্ট হচ্ছে?” তিনি উত্তরে বললেন, “একজন মানুষ কিভাবে তার রবের কথা চিন্তা করতে পারবে যখন তার ঘরে এত সম্পদ আছে? (অর্থাৎ আমি আশঙ্কা করি যে, এই সম্পদ আমার জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াবে এবং আমাকে আল্লাহ তা‘আলা ও তাঁর স্মরণ থেকে গাফিল করে দেবে।)”

তাঁর সম্মানিতা স্ত্রী পরামর্শ দিয়েছিলেন যে তিনি যেন রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর সাহাবা (রাদ্বীয়াল্লাহু আনহুম)-এর মধ্যে অর্থ সে বণ্টন করে দেবেন। এ কথা শুনে হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) স্বস্তি পেলেন এবং বললেন, “আল্লাহ আপনার প্রতি রহম করুন! আপনি প্রকৃতপক্ষে একজন গুণী, পথপ্রদর্শক মহিলা এবং একজন গুণী, হেদায়েতপ্রাপ্ত পুরুষের কন্যা।” তিনি ছিলেন হযরত আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)-এর কন্যা উম্মে কুলসুম।

পরের দিন সকালে, তিনি মুহাজিরীন ও আনসার সাহাবা (রাদ্বীয়াল্লাহু আনহুম)-এর মধ্যে সম্পদ বণ্টন করেন। তিনি যাদের কাছে এই সম্পদ পাঠিয়েছিলেন তাদের মধ্যে হযরত আলী (রাদ্বীয়াল্লাহু আনহু) ছিলেন। ‘

তাঁর সম্মানিত স্ত্রী যখন তাঁকে সাহাবায়ে কেরাম (রাদ্বীয়াল্লাহু আনহুম) এর উপর সমস্ত সম্পদ ব্যয় করতে দেখেছিলেন, তখন তিনি তাঁকে বললেন, এই সম্পদে (আমাদের প্রয়োজন মেটানোর জন্য) আমাদের জন্য কি কোনো অংশ আছে? তারপর তিনি তাঁকে বললেন যে তিনি অবশিষ্ট সম্পদ রাখতে পারেন, যা ছিল প্রায় এক হাজার দিরহাম। (সিয়ারু আ’আলামিন নুবালা ৩/২৪)

Check Also

হযরত আবু উবাইদা (রাদ্বীয়াল্লাহু ‘আনহু)-এর প্রতি হযরত আয়েশা (রাদ্বীয়াল্লাহু ‘আনহা)-‎এর আস্থা

سئلت سيدتنا عائشة رضي الله عنها: من كان رسول الله صلى الله عليه وسلم مستخلفا …