হযরত রাসুলুল্লাহ (সাঃ)-এর সাথে দেখা করার বরকত

عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: من زار قبري بعد موتي كان كمن زارني في حياتي (المعجم الأوسط، الرقم: 287)[1]

হযরত ইবন উমর (রাদ্বীয়াল্লাহু আনহুম) বর্ণনা করেন যে, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “যে ব্যক্তি আমার মৃত্যুর পর আমাকে দেখতে আসে সে ঐ ব্যক্তির মতো যে আমার জীবদ্দশায় আমাকে দেখতে এসেছে।”

হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)-এর জন্য সাহাবায়ে কেরাম (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর কুরবানী।

হযরত ফাতিমা (রাদ্বীয়াল্লাহু আনহা)-এর ঘর হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)-এর ঘর থেকে কিছুটা দূরে ছিল। হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) একবার তাঁকে বললেন, “তুমি আমার কাছে থাকো এটাই আমার ইচ্ছা।” হযরত ফাতিমা (রাদ্বীয়াল্লাহু আনহা) উত্তরে বললেন, “হারিসার ঘর আপনার ঘরের কাছেই। আপনি যদি তাঁকে আমার সাথে তার ঘর বিনিময় করতে বলেন, তাহলে সে খুশি মনে মেনে নেবে।” হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) উত্তরে বললেন, “আমার অনুরোধে সে ইতিমধ্যে একবার ঘর বিনিময় করেছেন। আমি তাকে দ্বিতীয়বার অনুরোধ করতে লজ্জা বোধ করছি।”

কিন্তু, হযরত হারিসাহ (রাদ্বীয়াল্লাহু আনহু) কোনোভাবে জানতে পারলেন যে, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) চান যে, হযরত ফাতিমা (রাদ্বীয়াল্লাহু আনহা) তাঁর কাছাকাছি থাকুক। তিনি তৎক্ষণাৎ হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) এর কাছে এসে বললেন, “হে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম), আমি জানতে পেরেছি যে, আপনি ফাতিমা (রাদ্বীয়াল্লাহু আনহা)-কে আপনার কাছাকাছি থাকতে চান। আমি আপনার কাছে আমার ঘরগুলো হস্তান্তর করলাম। আপনার কাছাকাছি আমার এই ঘরগুলির চেয়ে আর কোনও ঘর নেই। ফাতিমা (রাদ্বীয়াল্লাহু আনহা) তার ঘর আমার যেকোনো ঘরের সাথে বিনিময় করতে পারে। হে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) আপনি আমার নিকট থেকে যা গ্রহণ করবেন তা আমার কাছে আমার জন্য যা রেখে যাবেন তার চেয়ে অধিক প্রিয়।”

হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) এই বলে প্রস্তাব গ্রহণ করলেন যে, “আমি জানি যে তুমি যা বলছো তাতে তুমি মুখলিস” এবং হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) তার জন্য দুআ করলেন।[2]

‎يَا رَبِّ صَلِّ وَ سَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] رواه الطبراني والدارقطني والبيهقي وضعفه كذا في الإتحاف وفي المشكوة برواية البيهقي في الشعب بلفظ: من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي واستدل به الموفق في المغني على استحباب الزيارة (فضائلِ حج صـ 184)

[2] الطبقات الكبرى 8/19

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …