যে সাহাবী উম্মতের প্রতি সবচেয়ে দয়ালু ছিলেন
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر (سنن الترمذي، الرقم: ٣٧٩٠)
রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “আমার উম্মতের প্রতি আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু ব্যক্তি হলেন হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু)।
হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর জন্য হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর নিজের সম্পদ উৎসর্গ করা
হযরত আবু হুরায়রা (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর সম্পদ আমার যতটা উপকার করেছে আর কোনো ব্যক্তির ধন-সম্পদ আমাকে ততটা উপকার করেনি।”
এ কথা শুনে হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু) কাঁদতে লাগলেন এবং বললেন, “আমার সম্পদ এবং আমি সবই আপনার, হে আল্লাহর রসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)!”[1]
মুসনাদে আহমদে হযরত আবু হুরায়রা (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর বর্ণনায় হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) উল্লেখ করেছেন, “হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর সম্পদের মতো কোনো সম্পদ (কোন ব্যক্তির সম্পদ) আমার অতটা উপকারে আসেনি।”
একথা শুনে হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু) কাঁদতে লাগলেন, তারপর তিনবার চিৎকার করে বললেন, “ইয়া রাসুলুল্লাহ! আসলে আপনার মাধ্যমেই আল্লাহ আমাকে সব কিছু দিয়েছিলেন!”[2]
[1] سنن الترمذي، الرقم: 3661، سنن ابن ماجة، الرقم: 94
[2] مسند أحمد، الرقم: 8790