ফেরেশতাদের সম্পর্কে আকীদা – চতুর্থ খন্ড

(১) প্রত্যেক মুসলমানের সাথে একজন ফেরেশতা এবং শয়তান থাকে। ফেরেশতা তাকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে এবং শয়তান তাকে মন্দ কাজের প্রতি উৎসাহিত করে।[1]

(২) কুরআন মাজিদ ও মুবারক হাদীস থেকে আমরা জানতে পারি যে, আল্লাহ তাআলা বিভিন্ন ফেরেশতাদের বিভিন্ন কাজ ও দায়িত্ব অর্পণ করেছেন।[2]

(৩) কিছু ফেরেশতা জান্নাতের দায়িত্বে আছেন এবং কিছু জাহান্নামের দায়িত্বে আছেন। কিছু ফেরেশতা শিশু, বৃদ্ধ, দুর্বল এবং আল্লাহ যাদের রক্ষা করতে চান তাদের রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়।[3]

(৪) ফেরেশতারা মুসলমানদের সাথে থাকে। তারা তাদের জন্য দুআ করে এবং তাদের ক্ষতি থেকে রক্ষা করে। মিথ্যা কথা বলা, পাপ ও মন্দ কাজ করা, কুকুর বা জীবন্ত বস্তুর ছবি বাড়িতে রাখার কারণে ফেরেশতারা বাড়ি থেকে চলে যায়। সুতরাং, একজন মুমিনের এই ধরনের পাপ করা উচিত নয়, যাতে সে ফেরেশতাদের তাড়িয়ে না দেয় এবং তাদের সঙ্গ ও আশীর্বাদ থেকে বঞ্চিত না হয়।[4]


[1] عن عبد الله بن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما منكم من أحد إلا وقد وكل به قرينه من الجن قالوا: وإياك يا رسول الله قال: وإياي إلا أن الله أعانني عليه فأسلم فلا يأمرني إلا بخير … غير أن في حديث سفيان وقد وكل به قرينه من الجن وقرينه من الملائكة (صحيح مسلم، الرقم: 2814)

[2] ثم الملائكة عليهم السلام بالنسبة إلى ما هيأهم الله له أقسام (البداية والنهاية 1/49)

[3] يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ (سورة التحريم: 6)

لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ (سورة الرعد: 11)

[4] عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: آتي باب الجنة يوم القيامة فأستفتح  فيقول الخازن: من أنت فأقول: محمد فيقول: بك أمرت لا أفتح لأحد قبلك (صحيح مسلم، الرقم: 197)

Check Also

পবিত্র গ্রন্থসমূহ সম্পর্কে আকীদা – দ্বিতীয় খন্ড

(১) কুরআন মাজিদ সর্বশেষ পবিত্র গ্রন্থ এবং হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)-এর উপর অবতীর্ণ …