আল্লাহ তাআ’লা সম্পর্কে বিশ্বাস – চতুর্থ খন্ড

যে পদ্ধতিতে আল্লাহ তাআ’লা সৃষ্টির সাথে আচরণ করেন ‎- প্রথম খন্ড

(১) আল্লাহ তাআ’লা বান্দাদের প্রতি পরম করুণাময়। তিনি অত্যন্ত প্রেমময়, সহনশীল এবং ধৈর্যশীল। তিনিই গুনাহ ক্ষমা করেন এবং তওবা কবুল করেন।[1]

(২) আল্লাহ তাআ’লা সম্পূর্ণ ন্যায়পরায়ণ। তিনি কোনো সৃষ্টিকে অণু পরিমাণও অত্যাচার করেন না।[2]

(৩) আল্লাহ তাআ’লা মানুষকে ভালো-মন্দ বেছে নেওয়ার বুঝ ও ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআ’লা সেই মুমিনদের প্রতি সন্তুষ্ট হন যারা তাঁর সন্তুষ্টির জন্য সৎকাজ করে এবং যারা পাপ করে তাদের প্রতি অসন্তুষ্ট হন।[3]

(৪) আল্লাহ তাআ’লা পরম সম্মান ও মহত্ত্বের অধিকারী। আল্লাহ তাআ’লা সবকিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী এবং কোন কিছুই তাঁর ক্ষমতা ও সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। আল্লাহ তাআ’লা যা ইচ্ছা তাই করেন এবং সৃষ্টির কারো কাছে তিনি জবাবদিহি করেন না।[4]

(৫) আল্লাহ তাআ’লা প্রতিটি সৃষ্টির একমাত্র ভরণ-পোষণ ও রিজিকদাতা। তিনি যাকে ইচ্ছা রিযিক হ্রাস করেন এবং যাকে ইচ্ছা রিযিক বৃদ্ধি করেন।[5]


[1]َ وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ (سورة الاعراف: 156)

إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (سورة الزمر: 53)

(ويغفر ما دون ذلك لمن يشاء من الصغائر والكبائر) مع التوبة أو بدونها (شرح العقائد النسفية  صـ 142)

[2] إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ (سورة النساء: 40)

إنه لا يظلم أحدا إثبات أنه عدل في حكمه (الأسماء والصفات للبيهقي 1/108)

[3] وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ (سورة البلد: 10)

وللعباد أفعال اختيارية يثابون بها ويعاقبون عليها (العقائد النسفية صـ 113)

[4] مَن كَانَ يُرِيدُ الْعِزَّةَ فَلِلَّهِ الْعِزَّةُ جَمِيعًا (سورة فاطر: 10)

وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ (سورة آل عمران: 26)

لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ (سورة الأنبياء: 23)

إِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا يُرِيدُ (سورة هود: 107)

ذلك بأنه على كل شيء قدير وكل شيء إليه فقير وكل أمر عليه يسير لا يحتاج إلى شيء (العقيدة الطحاوية صـ 26)

[5] اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ (سورة الرعد: 26)

خالق بلا حاجة رازق لهم بلا مؤنة (العقيدة الطحاوية صـ 25)

Check Also

পবিত্র গ্রন্থসমূহ সম্পর্কে আকীদা – দ্বিতীয় খন্ড

(১) কুরআন মাজিদ সর্বশেষ পবিত্র গ্রন্থ এবং হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)-এর উপর অবতীর্ণ …