দুরুদ সংগ্রহ করার জন্য ফেরেশতাদের দুনিয়ায় সফর করা

عن عبد الله رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام (سنن النسائي، الرقم: 1282، صحيح ابن حبان، الرقم: 913)

হযরত আব্দুল্লাহ্ বিন মাসঊদ (রাদ্বীয়াল্লাহু আনহু) বৰ্ণণা করেন যে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) ফরমান, “আল্লাহ তাআ’লার একদল ফেরেশতা রয়েছে যারা ঘোরাঘুরি করে (অর্থাৎ, দুনিয়ায় ঘোরাঘুরি করে যাতে তারা দুরুদের মজলিসের খোঁজ করতে পারে) এবং আমার উম্মতের দুরুদ আমার কাছে পৌঁছায়।”

সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম লিখার সওয়াব

হযরত হাসান বিন মুহাম্মদ (রহমতুল্লাহি আলাইহ) বলেন:

আমি একদিন ইমাম আহমাদ বিন হাম্বল (রহমতুল্লাহি আলাইহ) কে স্বপ্নে দেখি। তিনি আমাকে বলেন, “যদি তুমি নিজের চোখে দেখতে, ঐসব মহান পুরস্কার এবং আশির্বাদ যা আমাদের চোখের সামনে প্রজ্জ্বলিত যা ঐসব লোকদের জন্য সংরক্ষিত যারা নিজেদের কিতাবে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর দুরুদ লিখে।”[1]

দ্রব্যষ্টঃ রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর নাম লিখার সময় সবাই যাতে আরবিতে পুরো صلى الله عليه وسلم অথবা বাংলায় পুরো ‘সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম’লিখে। কেউ যাতে সংক্ষিপ্ত আকারে (সঃ) ইত্যাদি না লিখে, যেহেতু তা রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) কে যে পরিমাণ সম্মান দেখানো প্রয়োজন তার সাথে যায় না।

يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] الدر المنضود صـ 256، القول البديع صـ 486

Check Also

মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় দুরুদ পাঠ করা

عن أبي حميد أو أبي أسيد الأنصاري رضي الله عنه قال: قال رسول الله صلى …