হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) কোন ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করা

عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا الصلاة علي في الليلة الزهراء واليوم الأزهر فإن صلاتكم تعرض علي فأدعو لكم وأستغفر (القربة لابن بشكوال، الرقم: ١٠٧)[1]

হযরত উমর বিন খাত্তাব (রাদ্বীয়াল্লাহু আনহু) বৰ্ণণা করেন যে, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) ফরমান,  “জুম’আর রাতে এবং দিনে আমার উপর তোমার দুরুদ পাঠ করা বৃদ্ধি করো, যেহেতু তোমাদের দুরুদ আমার নিকট পেশ করা হয়। আমি তখন তোমাদের জন্য দোয়া করি এবং আল্লাহর নিকট তোমাদের গুনাহ মাফের জন্য দোয়া করি।”

হাদিস নকল (বর্ণণা) করার সময় সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম লিখা

হযরত মায়মুনাহ (রহমতুল্লাহি আলাইহ) বৰ্ণণা করেন:

একদিন আমি একটি স্বপ্নে আমার উস্তাদ আবু আলি (রহমতুল্লাহি আলাইহ) কে দেখি। আমি তাঁর আঙ্গুলে স্বর্ণ অথবা জাফরনের মাধ্যমে কিছু একটা লিখিত দেখতে পাই। আমি তাঁকে জিজ্ঞাসা করি, “হে আবু আলি, ইহা কি?” তিনি উত্তর দিলেন, “আমি যখনই হাদিস নকল করার সময় রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর নাম দেখতে পেতাম, আমি সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম লিখতাম (আর ইহা হচ্ছে দুরুদ লিখার পুরষ্কার)।”[2]

يَا رَبِّ صَلِّ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا عَلَى حَبِيْبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمِ


[1] وسنده ضعيف كما في المقاصد الحسنة، الرقم: ١٤٨

[2] الترغيب والترهيب لقوام السنة 2/333، القول البديع صـ 487

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …