এর উৎস থেকে কল্যাণ কামনা করা

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن وحمد الرب وصلى على النبي صلى الله عليه وسلم واستغفر ربه فقد طلب الخير مكانه (شعب الإيمان، الرقم: 2084)[1]

হযরত আবু হুরাইরা (রাদ্বীয়াল্লাহু আনহু) থেকে বৰ্ণিত, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ ফরমান, “যে ব্যক্তি কুরআন মাজিদ তিলাওয়াত করে, আল্লাহর প্রশংসা করে, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর দুরুদ পাঠ করে এবং আল্লাহ্ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, সে কল্যাণের সত্যিকার উৎস থেকে কল্যাণ কামনা করেছে (অর্থাৎ, সে এমন আমল করেছে যা তার জন্য কল্যাণের উৎস)।”

শেখ আবুল খায়ের আকতা (রহমতুল্লাহি আলাইহ)  এর অভিজ্ঞতা

শেখ আবুল খায়ের আকতা (রহমতুল্লাহি আলাইহ) বলেন:

যখন আমি মদিনা তাইয়্যিবাহ আসি এবং আমি সেখানে পাঁচ দিন অতিবাহিত করে ফেলি, আমি দরিদ্রতা এবং অসুবিধার সম্মুখিন হই। তারপর আমি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মুবারক কবরের পাশে যাই এবং তাঁকে সালাম জানাই, এবং হযরত আবু বকর এবং হযরত ওমর (রাদ্বীয়াল্লাহু আনহুমা) এর মুবারক কবরের পাশেও যাই। তারপর আমি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বলি, “হে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আজ আমি আপনার মেহমান হতে চাই।”

তারপর আমি সে যায়গা ছেড়ে যাই এবং মিম্বারের পেছনে ঘুমাতে যাই। স্বপ্নে আমি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে একই সাথে তাঁর ডানে হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু), এবং বামে হযরত ওমর (রাদ্বীয়াল্লাহু আনহু) এবং সামনে হযরত আলি (রাদ্বীয়াল্লাহু আনহু) দের দেখি। হযরত আলি (রাদ্বীয়াল্লাহু আনহু) আমার কাছে আসে এবং বলে, “উঠো, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আসছেন।”আমি তাড়াতাড়ি আমার বিশ্রামের যায়গা থেকে উঠে যাই এবং রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দুই চোখের মাঝখানে চুমো খাই। তিনি আমাকে কিছু রুটি দেন, যার অর্ধেক আমি খাই এবং বাকি অর্ধেক রেখে দিই। যখন আমি ঘুম থেকে উঠি, বাকি অর্ধেক রুটি তখনো আমার হাতে ছিলো।[2]

يَا رَبِّ صَلِّ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا عَلَى حَبِيْبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] وسنده ضعيف كما في القول البديع صـ 280

[2] طبقات الصوفية صـ 281، القول البديع صـ 338

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …