একবার, রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) কে সম্বোধন করে বললেনঃ
“হে তালহা, অবশ্যই আপনি আল-ফাইয়ায (একজন অত্যন্ত উদার ব্যক্তি) ।” (তারীখু দিমাশক ২৫/৯৩ – আল-ইসাবাহ ৩/৪৩০)
রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর কাছ থেকে আল-ফাইয়ায উপাধি গ্রহণ করা
হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু)-কে দুইবার তালহা আল-ফাইয়ায (অত্যন্ত উদার ব্যক্তি) উপাধি দিয়েছিলেন। নীচে এমন একটি ঘটনা রয়েছে:
যি ক্বারাদের যুদ্ধের সময়, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) বাইসানের কূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। এই কূপের পানি তেতো বলে জানা গেছে। হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) বললেন, ‘এই কূপের নাম রাখা উচিত না’মান। না’মান মানে ভালো।’ হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর নাম পরিবর্তন করার পর আল্লাহ তা‘আলা কূপের পানি মিষ্টি করে দিলেন।
হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) এই কূপটি এর মালিকের কাছ থেকে ক্রয় করেন এবং এর পানি মুসলমানদের উপকারে দান করেন। এক বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে, একই যুদ্ধের সময় তিনি একটি উটও জবাই করেছিলেন এবং এর গোশত লোকদের খাওয়ান। সেই সময়েই রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) তাঁকে বলেছিলেন: “হে তালহা, অবশ্যই আপনি আল-ফাইয়ায (অত্যন্ত উদার ব্যক্তি)। ”