হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর নিজের অঙ্গীকার পূরণ করা

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) উল্লেখ করেছেন:

طلحة ممن قضى نحبه (أي ممن وفوا بعهدهم من الثبات في مواطن القتال والاستعداد لبذل النفوس للدين) (جامع الترمذي، الرقم: ٣٢٠٣)

“তালহা সেই সাহাবাদের অন্তর্ভুক্ত যারা তাঁদের অঙ্গীকার (দ্বীনের জন্য জীবন উৎসর্গ করার জন্য যুদ্ধক্ষেত্রে অটল থাকার) পূরণ করেছে।” (জামি’ তিরমিযী #৩২০২)‎

হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর নিজের অঙ্গীকার পূরণ করা

হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেনঃ

সাহাবা (রাদ্বীয়াল্লাহু আনহুম) একবার এক বেদুইনকে বললেন, “যাও এবং রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর কাছে জিজ্ঞাসা কর যে আল্লাহ তা‘আলা (কুরআন মাজিদের নিচের আয়াতে) কাকে উল্লেখ করছেন? “তাদের (সাহাবায়ে কেরামের) মধ্যে এমন লোক যারা (আল্লাহ তা‘আলার সাথে দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকার জন্য যুদ্ধক্ষেত্রে অবিচল থাকার) অঙ্গীকার পূর্ণ করেছে।”

সাহাবায়ে কেরাম (রাদ্বীয়াল্লাহু ‘আনহুম) গভীর শ্রদ্ধা ও সম্মানের জন্য তাঁর (রসুলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিকট সরাসরি কথা বলার সাহস পাননি। (অতএব, তাঁরা বেদুইনকে তাঁদের পক্ষ থেকে রসুলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম-কে জিজ্ঞাসা করতে বলল)।

বেদুইন রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-কে জিজ্ঞেস করলে রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) সাড়া দেননি। বেদুইন দ্বিতীয় ও তৃতীয়বার প্রশ্ন করল, কিন্তু রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) চুপ থাকলেন। ‘

হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) বলেনঃ

আমি তখন সবুজ কুর্তা পরে মসজিদে প্রবেশ করলাম। রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) আমাকে দেখে বললেনঃ “ঐ ব্যক্তি কোথায় যে (আল্লাহ তা‘আলা আয়াতে যা উল্লেখ করেছেন তা সম্পর্কে জিজ্ঞাসা করেছে) , “যারা (আল্লাহ তা‘আলার সাথে দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকার জন্য যুদ্ধক্ষেত্রে অবিচল থাকার) অঙ্গীকার পূর্ণ করেছে।”?

বেদুঈন উত্তর দিল, “আমিই জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহর রসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)।”

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) তখন বললেনঃ “এই ব্যক্তিই (হযরত তালহা রাদ্বীয়াল্লাহু আনহু কে উল্লেখ করে) সেই লোকদের অন্তর্ভুক্ত যারা (আল্লাহ তা‘আলার সাথে দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকার জন্য যুদ্ধক্ষেত্রে অবিচল থাকার) অঙ্গীকার পূর্ণ করেছে। (জামি’ তিরমিযী #৩৭৪২)

Check Also

কুরাইশদের হেদায়েতের জন্য হযরত বিলাল (রাদ্বীয়াল্লাহু আনহু) এর দোয়া ‎

كان سيدنا بلال رضي الله عنه يدعو كل يوم لهداية قريش (قبيلة رسول الله صلى …