শুক্রবার আশি বার দুরুদ পাঠের মাধ্যমে আশি বছরের গুনাহ মাফ হয় এবং আশি বছরের ইবাদত লিপিবদ্ধ করা হয়

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى صلاة العصر من يوم الجمعة فقال قبل أن يقوم من مكانه: اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ثمانين مرّة غفرت له ذنوب ثمانين عاما وكتبت له عبادة ثمانين سنة (القول البديع صـ 399)

হযরত আবু হুরায়রা (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, একবার হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেন,  “যে ব্যক্তি জুমার দিনে আসরের নামাজ আদায় করে এবং তারপর নিজ স্থান থেকে দাঁড়ানোর আগে আশি বার নিম্নোক্ত দুরদ পাঠ করে, তার আশি বছরের গুনাহ গুনাহ মাফ করা হয় এবং তার জন্য আশি বছরের (নফল) ইবাদাত লিপিবদ্ধ করা হয়:

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلٰى آلِهِ وَسَلِّمْ تَسْلِيْمًا

হে আল্লাহ, উম্মি নবী মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এবং তাঁর পরিবারের উপর আপনার সেরা দুরদ এবং প্রচুর শান্তি বর্ষণ করুন।

রত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর জীবন এবং সম্পদ হরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর জন্য উৎসর্গ করা হচ্ছে।

হযরত আবু হুরায়রা (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, একবার হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেন, “আবু বকর সিদ্দীক (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর সম্পদের মতো কোনো ব্যক্তির সম্পদই আমাকে উপকৃত করেনি।” একথা শুনে হজরত আবু বকর সিদ্দীক (রাদ্বীয়াল্লাহু আনহু) কেঁদে ফেললেন এবং বললেন, “হে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম), অবশ্যই আমার পুরো জীবন এবং সম্পদ আপনারই।”[1]

يَا رَبِّ صَلِّ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا عَلَى حَبِيْبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمِ


[1] سنن ابن ماجة، الرقم: 94، وهذا إسناد رجاله ثقات كما في مصباح الزجاجة 1/16

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …