হযরত আবু উবাইদা (রাদ্বীয়াল্লাহু ‘আনহু)-এর প্রতি হযরত আয়েশা (রাদ্বীয়াল্লাহু ‘আনহা)-‎এর আস্থা

سئلت سيدتنا عائشة رضي الله عنها: من كان رسول الله صلى الله عليه وسلم مستخلفا لو استخلفه؟ قالت: أبو بكر

فقيل لها: ثم من بعد أبي بكر؟ قالت: عمر

ثم قيل لها من بعد عمر؟ قالت: أبو عبيدة بن الجراح  (صحيح مسلم، الرقم: ٢٣٨٥)

হযরত আয়েশা (রাদ্বীয়াল্লাহু আনহা) কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, “রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) যদি কোন ব্যক্তিকে (তাঁর পরে) খলীফা নিযুক্ত করতেন, তবে তিনি কাকে নিযুক্ত করবেন? তিনি উত্তর দিলেন, “আবু বকর”

অতঃপর তাঁকে জিজ্ঞেস করা হল, “তাহলে আবু বকরের পরে কাকে (নিযুক্ত করতেন)?” তিনি উত্তর দিলেন, “উমর”

অতঃপর তাঁকে জিজ্ঞেস করা হলো, “তাহলে উমরের পরে কাকে (নিযুক্ত করতেন)?” তিনি উত্তর দিলেন, “আবু উবাইদাহ” (সহীহ মুসলিম #২৩৮৫)

আল্লাহ তাআলার ভয়

কাতাদাহ (রহিমাহুল্লাহ) বর্ণনা করেন যে, হযরত আবু উবাইদাহ (রাদ্বীয়াল্লাহু আনহু) বলতেন, (কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে এবং নিজের কাজ ও আমলের হিসাব দেওয়ার ভয়ে):

وددت أني كنت كبشا، فيذبحني أهلي، فيأكلون لحمي، ويحسون مرقي

“আমি যদি একটি ভেড়া হতাম। আমার মালিকরা আমাকে জবাই করত, আমার মাংস খেত এবং আমার ঝোলে চুমুক দিত।” (সিয়ারু আ’লামীন নুবালা ৩/১৪)‎

অর্থাৎ, আল্লাহ তাআলার ভয় এবং তার কর্মের হিসাব দিতে হবে এর ভয় এতটাই মহান যে তিনি ইচ্ছা করতেন যে তিনি যদি একটি ভেড়া হতেন যাতে তাঁকে পরকালে তাঁর কর্ম ও আমলের হিসাব দিতে না হয়।

Check Also

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর জান্নাতে হযরত বিলাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর পদধ্বনি শুনা

ذات مرة، قال رسول الله صلى الله عليه وسلم لسيدنا بلال رضي الله عنه: سمعت …