রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর দোয়া

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)নিম্নোক্ত দোয়া করেছেনঃ  

اللهم أعز الإسلام بأحب هذين الرجلين إليك بأبي جهل أو بعمر بن الخطاب

قال عبد الله بن عمر رضي الله عنهما: وكان أحبهما إليه عمر (سنن الترمذي، الرقم: ٣٢٨١)

“হে আল্লাহ, আপনার দৃষ্টিতে উমর ইবনুল খাত্তাব বা আবু জাহেল, উভয়ের মধ্যে যে কোন একটির মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন।”

ইবনে উমর (রাদ্বয়াল্লাহু আনহুমা) বলেন: হযরত মর (রাদ্বয়াল্লাহু আনহু)দুজনের মধ্যে উত্তম ছিলেন।”

হযরত উমর (রাদ্বীয়াল্লাহু আনহু) এর খুশি হওয়া

হযরত উমর (রাদ্বীয়াল্লাহু আনহু) একবার হযরত আব্বাস রাদ্বীয়াল্লাহু আনহু (হযরত রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের চাচা) কে বললেন, “আমি আমার পিতার ইসলাম গ্রহণের চেয়ে আপনার ইসলাম গ্রহণে বেশি খুশি হয়েছিলাম, কারণ আপনার ইসলাম গ্রহণ আমার পিতার ইসলাম গ্রহণের চেয়ে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-কে বেশি খুশি করেছিলো।[1]


[1] شرح معاني الآثار 3/321

Check Also

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-এর হযরত আবু উবাইদা (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর ‎প্রশংসা করা

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) একবার হযরত আবু উবাইদা (রাদ্বীয়াল্লাহু আনহু) সম্পর্কে নিম্নোক্ত কথা উল্লেখ করেছিলেন: …