হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ‎ওয়াসল্লাম)-কে রক্ষা করা

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর খিলাফতের দিকে ইঙ্গিত করা

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) একবার সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছিলেন, “আমি জানি না আমি কতদিন তোমাদের মধ্যে থাকব, সুতরাং আমার ইন্তেকালের পর এই দুই সাহাবাকে অনুসরণ কর।” একথা বলে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু) এবং হযরত উমর (রাদ্বীয়াল্লাহু আনহু) এর দিকে ইঙ্গিত করলেন। (সুনানে তিরমিযী #৩৬৭৩)

হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-কে রক্ষা করা

একবার, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) যখন কাবা শরীফের কাছে নামাজ আদায়ে নিয়োজিত ছিলেন, তখন কুরাইশদের অন্যতম দুষ্ট নেতা উকবা বিন আবি মুয়িত তাঁর ক্ষতি করার অশুভ উদ্দেশ্য নিয়ে তাঁর কাছে আসেন।

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর কাছে এসে উকবা নিজের চাদর খুলে, তাঁর গলায় পরিয়ে দিলেন এবং তা দিয়ে নির্মমভাবে শ্বাসরোধ করতে লাগলেন।

হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু) বিষয়টি জানতে পেরেই তিনি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-কে রক্ষা করার জন্য ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি তৎক্ষণাৎ উকবাকে তার কাঁধে চেপে ধরেন এবং তাকে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) থেকে দূরে ঠেলে দেন।

হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু) তখন উকবাকে নিম্নোক্ত ভাষায় তিরস্কার করে সম্বোধন করলেন:

اَتَقۡتُلُوۡنَ رَجُلًا  اَنۡ یَّقُوۡلَ رَبِّیَ اللّٰہُ وَ قَدۡ جَآءَکُمۡ  بِالۡبَیِّنٰتِ مِنۡ رَّبِّکُمۡ

তুমি কি একজন মানুষকে হত্যা করতে চাও এই কারণে যে সে ঘোষণা করে যে, আমার রব আল্লাহ; অথচ সে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে।[1]


[1] صحيح البخاري، الرقم: 3678

Check Also

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) হযরত সা’দ (রাদ্বীয়াল্লাহু ‎আনহু)-এর প্রতি সন্তুষ্ট হওয়া

حدّد سيدنا عمر رضي الله عنه قبل موته ستة من الصحابة الكرام رضي الله عنهم …