হযরত বিলাল (রাদ্বীয়াল্লাহু আনহু) মৃত্যুশয্যায়

সাহাবা (রাদ্বীয়াল্লাহু আনহু)-দের সম্মান করার জন্য রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর হুকুম

قال رسول الله صلى الله عليه وسلم: أكرموا أصحابي، فإنهم خياركم، ثم الذين يلونهم، ثم الذين يلونهم (مصنف عبد الرزاق، الرقم: ٢١٦٣٤)

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)বলেন,

 “আমার সাহাবায়ে কিরামকে সম্মান কর; কারণ প্রকৃতপক্ষে তারাই তোমাদের মধ্যে সর্বোত্তম (এই উম্মতের সর্বোত্তম), তারপরে (তোমাদের মধ্যে সর্বোত্তম) যারা তাদের পরে আসবে (তাবেঈন), তারপর যারা তাদের পরে আসবে (তাবে তাবিঈন)।

হযরত বিলাল (রাদ্বয়াল্লাহু আনহু) মৃত্যুশয্যায়

হযরত বিলাল (রাদ্বীয়াল্লাহু আনহু) যখন ইন্তেকাল করতে যাচ্ছিলেন, তখন তাঁর স্ত্রী বলতে লাগলেন, “আহ, কত দুঃখ! তুমি চলে যাচ্ছ এই পৃথিবী থেকে!

হযরত বিলাল (রাদ্বীয়াল্লাহু আনহু) উত্তরে বললেন, “এটা কতই না আনন্দের এবং সুখকর যে আগামীকাল আমরা আমাদের বন্ধুদের সাথে দেখা করবো, আমরা মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) এবং তাঁর সাথীদের সাথে দেখা করবো।”[1]


[1] سير أعلام النبلاء 3/218

Check Also

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) হযরত সা’দ (রাদ্বীয়াল্লাহু ‎আনহু)-এর প্রতি সন্তুষ্ট হওয়া

حدّد سيدنا عمر رضي الله عنه قبل موته ستة من الصحابة الكرام رضي الله عنهم …