হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)-এর জন্য সাহাবায়ে কেরাম ‎‎(রাদ্বীয়াল্লাহু আনহুম)-এর কুরবানী।

আনসারদের জন্য রসলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর খাস দুআ

রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আনসারদের জন্য এই বলে খাস দুআ করেন:

اللهم اغفر للأنصار، ولأبناء الأنصار، وأبناء أبناء الأنصار (صحيح مسلم، الرقم: 2506)

হে আল্লাহ! আনসার, আনসারদের সন্তান এবং আনসারদের নাতি-নাতনিদেরকে ক্ষমা করুন

হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)-এর জন্য সাহাবায়ে কেরাম (রাদ্বীয়াল্লাহু আনহুম)-এর কুরবানী।

হযরত ফাতিমা (রাদ্বীয়াল্লাহু আনহা)-এর ঘর হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)-এর ঘর থেকে কিছুটা দূরে ছিল। হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) একবার তাঁকে বললেন, “তুমি আমার কাছে থাকো এটাই আমার ইচ্ছা।” হযরত ফাতিমা (রাদ্বীয়াল্লাহু আনহা) উত্তরে বললেন, “হারিসার ঘর আপনার ঘরের কাছেই। আপনি যদি তাঁকে আমার সাথে তার ঘর বিনিময় করতে বলেন, তাহলে সে খুশি মনে মেনে নেবে।” হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) উত্তরে বললেন, “আমার অনুরোধে সে ইতিমধ্যে একবার ঘর বিনিময় করেছেন। আমি তাকে দ্বিতীয়বার অনুরোধ করতে লজ্জা বোধ করছি।”

কিন্তু, হযরত হারিসাহ (রাদ্বীয়াল্লাহু আনহু) কোনোভাবে জানতে পারলেন যে, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) চান যে, হযরত ফাতিমা (রাদ্বীয়াল্লাহু আনহা) তাঁর কাছাকাছি থাকুক। তিনি তৎক্ষণাৎ হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) এর কাছে এসে বললেন, “হে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম), আমি জানতে পেরেছি যে, আপনি ফাতিমা (রাদ্বীয়াল্লাহু আনহা)-কে আপনার কাছাকাছি থাকতে চান। আমি আপনার কাছে আমার ঘরগুলো হস্তান্তর করলাম। আপনার কাছাকাছি আমার এই ঘরগুলির চেয়ে আর কোনও ঘর নেই। ফাতিমা (রাদ্বীয়াল্লাহু আনহা) তার ঘর আমার যেকোনো ঘরের সাথে বিনিময় করতে পারে। হে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) আপনি আমার নিকট থেকে যা গ্রহণ করবেন তা আমার কাছে আমার জন্য যা রেখে যাবেন তার চেয়ে অধিক প্রিয়।”

হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) এই বলে প্রস্তাব গ্রহণ করলেন যে, “আমি জানি যে তুমি যা বলছো তাতে তুমি মুখলিস” এবং হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) তার জন্য দুআ করলেন।[1]


[1] الطبقات الكبرى 8/19

Check Also

হযরত আবদুর রহমান বিন আউফ (রাদ্বীয়াল্লাহু আনহু) এর তাবুক অভিযানের জন্য ব্যয় করা

لما حضّ رسول الله صلى الله عليه وسلم الصحابة رضي الله عنهم على الإنفاق تجهيزا …