হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)-এর প্রতি সাহাবা (রাদ্বীয়াল্লাহু ‎আনহুম)-দের অগাধ ভালোবাসা

 যে ব্যক্তি সাহাবা (রাদ্বীয়াল্লাহু আনহুম)-দের  তিরস্কার করে তার দুর্দশা

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) বলেন, “যে আমার সাহাবায়ে কিরাম (রাদ্বীয়াল্লাহু আনহুম)-দের গালি দেয়, তার উপর আল্লাহ তাআ’লা, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। আল্লাহ তাআ’লা তার কাছ থেকে কোন ফরজ নফল কবুল করবেন না (অর্থাৎ সে তার নেক আমলের কোন প্রতিদান পাবে না)।”[1]

হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)-এর প্রতি সাহাবা (রাদ্বীয়াল্লাহু আনহুম)-দের  অগাধ ভালোবাসা

একবার এক ব্যক্তি হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)-এর কাছে এসে বলল, “ইয়া রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম)! আপনার প্রতি আমার ভালোবাসা এমন যে আপনার কথা ভাবলেই আমি আপনার ভালোবাসায় অভিভূত হয়ে যাই, আপনাকে না দেখা পর্যন্ত আমি কোনো তৃপ্তি পাই না। হে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম), আমার অন্তরে এই চিন্তা জাগে যে, আল্লাহ যদি আমাকে জান্নাত দান করেন, তবে আপনাকে দেখা আমার জন্য খুব কঠিন হবে, কারণ আপনি এমন একটি উচ্চ অবস্থানে থাকবেন যেখানে আমি পৌঁছাতে পারবো না (তাহলে আপনাকে ছাড়া আমি কীভাবে থাকতে পারবো?)”

হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) উত্তরে নিম্নোক্ত আয়াতগুলো পাঠ করে তাকে সান্ত্বনা দিলেন:

وَمَن يُطِعِ ٱللَّهَ وَٱلرَّسُولَ فَأُو۟لَٰٓئِكَ مَعَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّـنَ وَٱلصِّدِّيقِينَ وَٱلشُّهَدَآءِ وَٱلصَّٰلِحِينَ وَحَسُنَ أُو۟لَٰٓئِكَ رَفِيقًا[2]

যারা আল্লাহ তাআ’লা এবং রসুলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ তাআ’লার অনুগ্রহ রয়েছে; আম্বিয়া (আলাইহিমুস সালাম), সিদ্দীকীন, শহীদ ও সৎকর্মপরায়ণ এবং এরা কতই না উত্তম সঙ্গী। [3]


[1] الدعاء للطبراني، الرقم: 2108

[2] سورة النساء: 69

[3] المعجم الكبير للطبراني، الرقم: 12559، وفيه عطاء بن السائب وقد اختلط كما في مجمع الزوائد، الرقم: 10936

Check Also

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর হযরত আব্দুর রহমান বিন আউফ (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর প্রশংসা করা

شكا سيدنا عبد الرحمن بن عوف رضي الله عنه رجلا يؤذيه إلى رسول الله صلى …