উম্মতের দুরুদ হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর নিকট পৌঁছায়

عن الحسن بن علي رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: حيثما كنتم فصلوا علي فإن صلاتكم تبلغني (المعجم الكبير للطبراني، الرقم: 2729)[1]

হযরত হাসান ইবনে আলী (রাদ্বীয়াল্লাহু আনহুমা) থেকে বৰ্ণিত, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) ফরমান, “তোমরা যেখানেই থাকোনা কেন আমার ওপর দুরুদ পড়ো, কারণ তোমাদের দূরুদ আমার কাছে পেশ করা হয় (ফেরেশতাদের মাধ্যমে)।”

তাওরাতে হযরত নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর নাম:

আল্লামা সাখাভী (রহমতুল্লাহি আলাইহ) বর্ণনা করেন:

একদা বনী ইসরাঈলীদের মাঝে এক বদকার লোক ছিলেন। যখন সে মৃত্যু বরন করে, লোকেরা তাকে কোন সম্মান দেখায়নি এবং তার মরদেহ নিচে রেখে দেয়। তখন আল্লাহ্ তা’আলা মুসা (আলাইহিস সালাম) এর কাছে প্রেরণ করেন, হে মুসা, তাকে গোসল করাও এবং তার জানাজা পড়, কারন আমি তার গুনাহ মাফ করে দিয়েছি এবং তাকে ক্ষমা করে দিয়েছি

 হযরত মুসা (আলাইহিস সালাম) জিজ্ঞাস করলেন, “হে আল্লাহ, তাআলা এর কারণ কি?” আল্লাহ তাআলা উত্তর দিলেন,  “একবার, তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর তার চোখ পড়ে এবং সে নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর দুরূদ পাঠ করে।  তার এই কাজের জন্য, আমি তাকে ক্ষমা করে দিয়েছি।[2]

‎يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] وإسناده حسن كما في الترغيب والترهيب للمنذري، الرقم: 2571

[2] القول البديع صـ 260

Check Also

শুক্রবার আশি বার দুরুদ পাঠের মাধ্যমে আশি বছরের গুনাহ মাফ হয় এবং আশি বছরের ইবাদত লিপিবদ্ধ করা হয়

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من …