হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) এর হযরত আবু যার (রাদ্বীয়াল্লাহু ‎আনহু) এর প্রতি ভালোবাসা

لما أخبر سيدنا عبد الله بن مسعود رضي الله عنه بموت سيدنا أبي ذر رضي الله عنه، بكى بكاء طويلا وقال: أخي وخليلي، عاش وحده (في الربذة)، ومات وحده، ويبعث وحده (من الربذة)، طوبى له (البشارة بالجنة). (الاستيعاب ١/٢٥٣)

হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) কে হযরত আবু যার (রাদ্বীয়াল্লাহু আনহু) এর ইন্তেকালের খবর দেওয়া হয় তিনি অনেক কাঁদেন এবং বলেন:

“তিনি (আবু যার) আমার ভাই এবং আমার ঘনিষ্ঠ বন্ধু। তিনি একা থাকতেন এবং একাই ইন্তেকাল করেন, এবং তিনি একা পুনরুত্থিত হবেন। তার জন্য (জান্নাতের) সুসংবাদ।” ‎(আল-ইস্তি’আব ১/২৫৩)‎

হযরত আবু যার (রাদ্বীয়াল্লাহু আনহু) এর ইন্তেকাল

হযরত আবু যার (রাদ্বীয়াল্লাহু আনহু) যখন তাঁর মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছালেন, তখন তাঁর স্ত্রী এবং কৃতদাস ছাড়া তাঁর সাথে আর কেউ ছিল না। তিনি তাঁদের নির্দেশ দিলেন, “আমাকে গোসল দাও এবং কাফনে ঢেকে দাও (অর্থাৎ আমার মৃত্যুর পর)। তারপর আমার দেহ নিয়ে রাস্তায় রাখো। পাশ দিয়ে যাওয়া প্রথম কাফেলাকে বলো, “ইনি হলেন রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর সাহাবী আবু যার (রাদ্বীয়াল্লাহু আনহু)। আমাদের সাহায্য করো এবং তাকে দাফন করতে সাহায্য করো।”

যখন তিনি ইন্তেকাল করলেন, তখন তারা উভয়েই তাঁর নির্দেশ অনুযায়ী কাজ করলেন (অর্থাৎ তাঁরা তাঁকে গোসল দিলেন এবং কাফন পরিয়ে দিলেন এবং তারপর তাঁর দেহ রাস্তায় রাখলেন)।

প্রথম কাফেলাটি ছিল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর কাফেলা। তিনি ইরাক থেকে কিছু লোকের সাথে উমরাহ করার জন্য মক্কা মুকাররমা যাচ্ছিলেন।

যখন তাঁরা পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তাঁরা রাস্তায় একটি লাশ পড়ে থাকতে দেখে অবাক হলেন এবং আশঙ্কা করা হলো যে উটগুলি লাশটিকে পদদলিত করবে। এমন সময় হযরত আবু যার (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর গোলাম এগিয়ে এসে কাফেলার লোকদের বললেন, “এটি নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর সাহাবী আবু যারের লাশ। তাঁকে দাফন করতে আমাদের সাহায্য করুন।”

এ কথা শুনে হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) কাঁদতে শুরু করলেন এবং বললেন, ‎‎“রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) সত্যই বলেছিলেন যখন তিনি (তাবুকের অভিযানের সময়) বলেছিলেন, “হে আবু যার! তুমি একাই হেঁটে যাচ্ছো, তুমি একাই ইন্তেকাল করবে এবং তোমাকে একাই পুনরুত্থিত করা হবে।” ‎

তারপর তাঁরা তাঁদের উট থেকে নেমে তাঁকে দাফন করতে গেলেন। ‎‎(ইবনে সা’দ ৪/১৭৭)

Check Also

হযরত আবু যার (রাদ্বীয়াল্লাহু আনহু) নবী ঈসা (আলাইহিস সালাম)-এর সাথে ‎সাদৃশ্যপূর্ণ হওয়া

قال رسول الله صلى الله عليه وسلم: من أحب أن ينظر إلى المسيح عيسى ابن …