হযরত জুবায়ের (রাদ্বিয়াল্লাহু ‘আনহু) এর জন্য রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর বিশেষ দোয়া

عن سيدنا الزبير رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من يأت بني قريظة فيأتيني بخبرهم. فانطلقتُ، فلما رجعت، جمع لي رسول الله صلى الله عليه وسلم أبويه فقال: فداك أبي وأمي (صحيح البخاري، الرقم: ٣٧٢٠)

হযরত জুবায়ের (রাদ্বিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) একবার সাহাবায়ে কেরামকে উল্লেখ করেছিলেন:

“কে বনু কুরাইযাহতে যাবে এবং তাদের তথ্য আমার কাছে নিয়ে আসবে?” (সাহাবায়ে কেরাম থেকে,) আমি স্বেচ্ছায় যেতে চাইলাম। আমি যখন ফিরে এলাম, তখন রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) তাঁর পিতা-মাতাকে আমার জন্য (করা দোয়ায়) একত্র করে বললেনঃ

“আমার মা বাবা তোমার জন্য উৎসর্গ হোক।” (সহীহ বুখারী #৩৭২০)

বদরের যুদ্ধে অংশগ্রহণ

ইসমাঈল ইবনে আবি খালিদ বর্ণনা করেন যে, বাহিয়ি (রহিমাহুল্লাহ) বলেন, “বদরের যুদ্ধে জিহাদে মাত্র দুজন ঘোড়সওয়ার যুদ্ধ করেছিলেন। একজন হযরত জোবায়ের (রাদ্বিয়াল্লাহু আনহু), যিনি ডান পাশে যুদ্ধ করেছিলেন এবং অন্যজন ছিলেন হযরত মিকদাদ বিন আসওয়াদ (রাদ্বিয়াল্লাহু আনহু), যিনি বাম পাশ দিয়ে যুদ্ধ করেছিলেন।

হিশাম বিন ‘উরওয়াহ বর্ণনা করেন যে, তাঁর পিতা ‘উরওয়াহ (রহিমাহুল্লাহ) বলেছেন, ‘বদরের দিন হযরত জোবায়ের (রাদ্বিয়াল্লাহু আনহু) হলুদ পাগড়ি পরেছিলেন। হযরত জিবরীল (আলাইহিস সালাম) তখন হযরত জোবায়ের (রাদ্বিয়াল্লাহু আনহু) এর অনুরূপ অবতরণ করেন (অর্থাৎ তিনিও হলুদ পাগড়ি পরিহিত ছিলেন)। (সিয়ার আ’লাম মিন নুবালা ৩/২৯)

Check Also

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-এর হযরত আবু উবাইদা (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর ‎প্রশংসা করা

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) একবার হযরত আবু উবাইদা (রাদ্বীয়াল্লাহু আনহু) সম্পর্কে নিম্নোক্ত কথা উল্লেখ করেছিলেন: …