নিজের জান্নাত ক্রয় করা

তাবুক উপলক্ষে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) হযরত উসমান (রাদ্বীয়াল্লাহু আনহু) সম্পর্কে উল্লেখ করেছেন:

ما على عثمان ما عمل بعد هذه (أي: ليس عليه أن يعمل عملا أخر لشراء الجنة بعد إنفاقه ست مائة بعير لتجهيز جيش تبوك). (سنن الترمذي، الرقم: ٣٧٠٠)

“উসমানকে এই নেক আমলের পরে (তাবুকের অভিযান ৬০০টি উট দান করার কারনে, তাঁর জান্নাত ক্রয় করার জন্য) আর কোনো নেক আমল করতে হবে না। (সুনানে তিরমিযী # ৩৭০০)

তাবুকের অভিযানকে সজ্জিত করা

হযরত আব্দুর রহমান বিন খাব্বাব (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেনঃ

আমি উপস্থিত ছিলাম যখন রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) সাহাবাদেরকে (রাদ্বীয়াল্লাহু আনহুম) সেনাবাহিনীকে সজ্জিত করতে এবং তাবুকের অভিযানে অবদান রাখতে উৎসাহিত করছিলেন। তখন হযরত উসমান (রাদ্বীয়াল্লাহু আনহু) দাঁড়িয়ে বললেন, “হে আল্লাহর রসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)! আমি আল্লাহর পথে একশত উট তাদের সম্পূর্ণ জিন (জিনের কম্বল এবং জিন) দিয়ে দান করার অঙ্গীকার করছি।”

অতঃপর, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) তাবুকের অভিযানের জন্য বাহিনীকে সজ্জিত করার জন্য আবারও সাহাবায়ে কেরামকে (রাদ্বীয়াল্লাহু আনহুম) উৎসাহিত করেন। হযরত উসমান (রাদ্বীয়াল্লাহু আনহু) আবার দাঁড়ালেন এবং বললেন, “হে আল্লাহর রসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)! আমি আল্লাহর পথে আরো দুইশত উট তাদের সম্পূর্ণ জিন (জিনের কম্বল এবং জিন) দিয়ে দান করার অঙ্গীকার করছি।”

তখন রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) সাহাবাদেরকে (রাদ্বীয়াল্লাহু আনহুম) তৃতীয়বারের মতো অভিযানে অবদান রাখতে উৎসাহিত করেন। হযরত উসমান (রাদ্বীয়াল্লাহু আনহু) আবার দাঁড়ালেন এবং বললেন, “হে আল্লাহর রসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)! আমি আল্লাহর পথে আরো তিনশত উট তাদের সম্পূর্ণ জিন (জিনের কম্বল এবং জিন) দিয়ে দান করার অঙ্গীকার করছি (এভাবে তার দানকৃত উটের পরিমান ছয়শত উটে পৌঁছায়)।”

সে সময় আমি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) কে মিম্বার থেকে নেমে আসতে দেখেছি যখন তিনি অত্যন্ত খুশি হয়ে বললেন, “উসমানকে (তার জান্নাত ক্রয় করার জন্য) এই আমলের পরে আর কোন নেক আমল করতে হবে না, উসমানকে এই আমলের পর অন্য কোনো নেক আমল করতে হবে না।” (সুনানে তিরমিযী #৩৭০০)

Check Also

হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) উহুদের যুদ্ধে রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ‎ওয়াসল্লাম) এর পাশে থাকা

একবার, রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) সাহাবা (রাদিয়াল্লাহু আনহুম)-কে সম্বোধন করে বললেন: ألا أخبركم عن يوم …