দুরুদে-ইব্রাহিম

عن عبد الرحمن بن أبي ليلى رحمه الله قال: لقيني كعب بن عجرة فقال: ألا أهدي لك هدية سمعتها من النبي صلى الله عليه وسلم فقلت: بلى فأهدها لي فقال: سألنا رسول الله صلى الله عليه وسلم فقلنا: يا رسول الله كيف الصلاة عليكم أهل البيت فإن الله قد علمنا كيف نسلم عليكم قال: قولوا: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد (صحيح البخاري، الرقم: 3370)

আব্দুর রহমান ইবনু আবি লায়লা (রহিমাহুল্লাহ) বর্ণনা করেন:

রত কাব ইবনে উজরাহ (রাদ্বীয়াল্লাহু আনহু) একবার আমার সঙ্গে দেখা করে বললেন, “আমি কি তোমাকে এমন কিছু উপহার দেব না যা আমি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) থেকে অর্জন করেছি? ”  আমি উত্তর দিলাম, “হ্যাঁ, অবশ্যই। দয়া করে আমাকে এটি উপহার দিন। তিনি বলেন, “একবার আমরা রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, আপনার এবং আপনার পরিবারের উপর সালাত পাঠ করার পদ্ধতি কি, কেননা আল্লাহ আমাদেরকে (আপনার মাধ্যমে) শিখিয়েছেন কিভাবে আপনার উপর সালাম পাঠ করতে হয়। রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) উত্তর দিলেন, “বলুন,

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

হে আল্লাহ, আপনি আপনার রহমত বর্ষণ করুন মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এবং মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর পরিবারের উপর, যেমন আপনি ইব্রাহিম (আলাইহিস সালাম) এবং ইব্রাহীম (আলাইহিস সালাম)-এর পরিবারের উপর রহমত বর্ষণ করেছেন। নিঃসন্দেহে আপনি প্রশংসিত এবং মহিমান্বিত। হে আল্লাহ, মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এবং মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর পরিবারের উপর বরকত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহিম (আলাইহিস সালাম) এবং ইব্রাহীম (আলাইহিস সালাম)-এর পরিবারের উপর বরকত বর্ষণ করেছেন। নিঃসন্দেহে আপনি প্রশংসিত এবং মহিমান্বিত। 

ইমাম মালিক (রহিমাহুল্লাহ)-এর সম্মান

ইমাম মালিক (রহিমাহুল্লাহ) মদীনা মুনাওয়ারাহ ভূমির প্রতি অগাধ ভালোবাসার অধিকারী ছিলেন। হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‎আলাইহি ওয়াসল্লাম)-এর প্রতি তাঁর ভালোবাসার কারণেই এই ভালোবাসা।

আল্লামা ইবনু খাল্লিকান (রহিমাহুল্লাহ) লিখেছেনঃ

ইমাম মালিক (রহিমাহুল্লাহ) কখনও মদীনা মুনাওয়ারাহ নগরীতে যানবাহনে চড়েননি। এমনকি সেই সময়েও যখন তিনি বৃদ্ধ হয়েছিলেন এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন, তখন তিনি যানবাহনে চড়ার চেয়ে হাঁটতে পছন্দ করতেন। যখন ইমাম মালিক (রহিমাহুল্লাহ)-কে কারণ জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি উল্লেখ করেছিলেন, “মদীনা মুনাওয়ারাহ মুবারক নগরীতে যানবাহনে চড়তে আমার খুব কষ্ট হয়, যেখানে রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‎আলাইহি ওয়াসল্লাম) মাটির নীচে কবরস্থ আছেন।”[1]

‎يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] وفيات الأعيان 4/136

Check Also

শুক্রবার আশি বার দুরুদ পাঠের মাধ্যমে আশি বছরের গুনাহ মাফ হয় এবং আশি বছরের ইবাদত লিপিবদ্ধ করা হয়

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من …