শুক্রবার এক হাজার বার দুরূদ পাঠ করা

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي في يوم الجمعة ألف مرة لم يمت حتى يرى مقعده من الجنة (أخرجه ابن شاهين بسند ضعيف كذا في القول البديع صـ 397)

রত আনাস (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “যে ব্যক্তি জুমার দিনে আমার পর এক হাজার বার দুরদ পাঠ করবে, সে জান্নাতে তার আবাস দেখানো পর্যন্ত মৃত্যু বণ করবে না।

হযরত উমর (রাদ্বীয়াল্লাহু আনহু) এর খুশি হওয়া

হযরত উমর (রাদ্বীয়াল্লাহু আনহু) একবার (হযরত রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম-এর চাচা) হযরত আব্বাস (রাদ্বীয়াল্লাহু আনহু) কে বলেন, “আমি আমার পিতার ইসলামের চেয়ে তোমার ইসলামে বেশি খুশি হয়েছিলাম, কারণ তোমার ইসলাম রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-কে খুশি করেছিল।”[1]


[1] شرح معاني الآثار 3/321

Check Also

জুমুআতে দুরুদ পাঠের মাধ্যমে হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ‎ওয়াসল্লাম) এর দোয়া লাভ করা

عن عمر بن الخطاب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: …