রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর দুই উপদেষ্টা

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেন,

ما من نبي إلا له وزيران من أهل السماء ووزيران من أهل الأرض، فأما وزيراي من أهل السماء فجبريل وميكائيل، وأما وزيراي من أهل الأرض فأبو بكر وعمر (سنن الترمذي، الرقم: 3680)

“এমন কোন নবী অতিক্রম করেনি অথচ তাঁকে আসমান থেকে দুইজন উপদেষ্টা এবং পৃথিবী থেকে দুইজন উপদেষ্টা দান করা হয়েছে।

আসমান থেকে আমার দুই উপদেষ্টা হলেন, জিবরীল এবং মিকাঈল (আলাইহিমাস সালাম) এবং পৃথিবী থেকে আমার দুই উপদেষ্টা হলেন আবু বকর এবং উমর (রাদ্বীয়াল্লাহু আনহুমা)।”

আল্লাহ হযরত উমর (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর নিজেকে পরকালে জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেওয়া

আল্লাহ হযরত উমর (রাদ্বীয়াল্লাহু আনহু)-কে এই পৃথিবীতে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া দশ জনের মধ্যে থাকার আশীর্বাদ করা সত্ত্বেও এবং ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া সত্ত্বেও, তিনি অত্যন্ত নম্র ছিলেন এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য অত্যন্ত ভীত ছিলেন।

বর্ণিত আছে যে, একবার হযরত উমর (রাদ্বীয়াল্লাহু আনহু) হযরত আনাস (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর সঙ্গে থাকা অবস্থায় একটি নির্দিষ্ট বাগানে প্রবেশ করেন।

বাগানে থাকাকালীন তিনি হযরত আনাস (রাদ্বীয়াল্লাহু আনহু) থেকে বিচ্ছিন্ন হয়ে বাগানের অন্য একটি অংশে চলে যান। তিনি জানতেন না যে,  তিনি যেখানে ছিলেন সেখান থেকে হযরত আনাস (রাদ্বীয়াল্লাহু আনহু) তার কথা শুনতে পাচ্ছেন, এবং তিনি নিজেকে সম্বোধন করতে শুরু করলেন এবং পরকালে জবাবদিহির কথা মনে করিয়ে দিলেন।

তিনি বললেন, উমর বিন খাত্তাব! লোকেরা তোমাকে আমির-উল-মুমিনীন! উপাধি দ্বারা উল্লেখ করে, যদি তুমি এটাকে উত্তম কিছু মনে কর, তবে মনে রেখো, হে খাত্তাবের সন্তান, আল্লাহর কসম, তোমাকে অবশ্যই এই পৃথিবীতে আল্লাহকে ভয় করতে হবে (তাকওয়ার সহিত জীবন অতিবাহিত করার মাধ্যমে), না হলে তিনি অবশ্যই (আখিরাতে) তোমাকে শাস্তি দেবেন![1]


[1] موطأ الإمام مالك، الرقم: 3638

Check Also

হযরত আবদুর রহমান বিন আউফ (রাদ্বীয়াল্লাহু আনহু) এর তাবুক অভিযানের জন্য ব্যয় করা

لما حضّ رسول الله صلى الله عليه وسلم الصحابة رضي الله عنهم على الإنفاق تجهيزا …