মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় দুরুদ পাঠ করা

عن أبي حميد أو أبي أسيد الأنصاري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل أحدكم المسجد فليسلم على النبي صلى الله عليه وسلم ثم ليقل: اللهم افتح لي أبواب رحمتك فإذا خرج فليقل: اللهم إني أسألك من فضلك (سنن أبي داود، الرقم: 465)[1]

হযরত আবু হুমাইদ বা আবু উসাইদ (রাদ্বীয়াল্লাহু আনহু)বর্ণনা করেন যে, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “যখনই কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করে, তখন সে যেন রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর দুরুদ পাঠ করে এবং তারপর নিম্নোক্ত দুআটি পাঠ করে:

اَللّٰهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِك

হে আল্লাহ তাআলা আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন।

এবং যখন সে মসজিদ থেকে বের হয়, তখন সে যেন রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর দুরুদ পাঠ করে এবং তারপর নিম্নোক্ত দুআ পাঠ করে:

اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

হে আল্লাহ তাআলা, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি

দুরদ লেখায় সতর্কতা অবলম্বন করা

হযরত আবু সুলাইমান, মুহাম্মদ বিন হুসাইন (রহমতুল্লাহি আলাইহ) বলেন:

আমার প্রতিবেশীদের মধ্যে ফজল নামে একজন লোক ছিল যে নফল নামাজ এবং নফল রোজা পালনে মগ্ন থাকতেন।

তিনি একবার আমাকে উল্লেখ করেন, “আমি হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর হাদীস লিখতাম, কিন্তু হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) নামের পরে দুরুদ লিখার অভ্যাস ছিল না। তখন হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) স্বপ্নে আবির্ভূত হয়ে আমাকে বললেন, ‘যখনই আমার নাম উচ্চারণ করা হয় বা লেখা হয় তখন কেন তুমি আমার উপর দুরুদ পাঠ করতে ব্যর্থ হও? ’”

তখন থেকে যখনই হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর নাম উচ্চারিত হতো তখন ফজল হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর উপর দুরুদ পাঠ করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন। কিছু দিন পর, তিনি হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) কে আবার স্বপ্নে দেখলেন এবং হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) তাকে বললেন, “যখনই আমার নাম উচ্চারণ করা হয় তখনই আমার উপর দুরুদ পাঠ করতে থাকো, কারণ তোমার দুরুদ আমার কাছে পৌঁছায়।”[2]

يَا رَبِّ صَلِّ وَ سَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ


[1] وسكت عليه هو والمنذري في مختصره، الرقم: 465

[2] الترغيب والترهيب لقوام السنة 2/328، القول البديع صـ 487

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …