এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি

এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি

إن أبا بكر خير ممن طلعت عليه الشمس أو غربت (الطبراني كما في مجمع الزوائد، الرقم: 14314)

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) উল্লেখ করেছেন, “আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু) হলেন (এই উম্মতের) সর্বোত্তম ব্যক্তি  যার উপর সূর্য উদিত হয়েছে বা অস্ত গেছে।” 

হযরত আবু দারদা (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন, “একবার রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) আমাকে হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর সামনে হাঁটতে দেখলেন।

“রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এটা দেখে আমাকে সম্বোধন করে বললেন, “তোমার চেয়ে উত্তম ব্যক্তির সামনে হাঁটবে না। (অর্থাৎ হযরত আবু বকর রাদ্বীয়াল্লাহু আনহু)””

অতঃপর রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) হযরত আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর মহান ফযিলত বর্ণনা করলেন। রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেন, “আবু বকর (রাদ্বীয়াল্লাহু আনহু) হলেন (এই উম্মতের) সর্বোত্তম ব্যক্তি যার উপর সূর্য উদিত হয়েছে বা অস্ত গেছে।”[1]


[1] الطبراني كما في مجمع الزوائد، الرقم: 14314

Check Also

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর জান্নাতে হযরত বিলাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর পদধ্বনি শুনা

ذات مرة، قال رسول الله صلى الله عليه وسلم لسيدنا بلال رضي الله عنه: سمعت …