ফজর এবং মাগরিবের পর একশত দুরুদ পাঠ করা

عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي مائة صلاة حين يصلي الصبح قبل أن يتكلم قضى الله تعالى له مائة حاجة يعجل له منها ثلاثين ويدخر له سبعين وفي المغرب مثل ذلك قالوا: وكيف الصلاة عليك يا رسول الله قال: إن الله وملائكته يصلون على النبي يأيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد حتى تعد مائة (رواه أحمد بن موسى الحافظ  كذا في القول البديع صـ 364)[1]

হযরত জাবির (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে কথা বলার আগে আমার উপর একশত দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআ’লা তার একশত প্রয়োজন পূরণ করবেন। আল্লাহ তাআ’লা ত্রিশটি প্রয়োজন (দুনিয়াতে) তাড়াতাড়ি পূরণ করবেন এবং সত্তরটি আখেরাতের জন্য সংরক্ষণ করবেন এবং একই অবস্থা হবে যদি কেউ মাগরিবের নামাজের পরে দুরুদ পাঠ করে (অর্থাৎ একই সওয়াব লাভ করবে)।” সাহাবা (রাদ্বীয়াল্লাহু আনহুম) জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) আমরা কিভাবে আপনার উপর দুরুদ পাঠ করব? ” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত আয়াতটি পাঠ করলেন:

إِنَّ الله وَمَلئِٰكَتَهُ يُصَلُّوْنَ عَلٰى النِّبِيِّ يٰأَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا

আল্লাহ এবং তাঁর ফেরেশতাগণ নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর দুরুদ প্রেরণ করেন। হে ঈমানদারগণ! তাঁর উপর দুরুদ এবং সালাম প্রেরণ করো।

অতঃপর রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) নিম্নোক্ত দুরুদটি উল্লেখ করন এবং বলেন, ইহা একশত বার পাঠ করোঃ

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّد

শুক্রবার এক হাজার দুরুদ পাঠের উপকারিতা

হযরত আবু আব্দুর রহমান আল-মুকরি (রহমতুল্লাহি আলাইহ) বর্ণনা করেন যে, খাল্লাদ ইবনে কাসির (রহমতুল্লাহি আলাইহ) যখন মৃত্যুশয্যায় ছিলেন। তার বালিশের নীচে একটি কাগজের টুকরো পাওয়া যায় যেখানে লেখা ছিলোঃ

هٰذِهِ بَرَاءَةٌ مِنَ النَّارِ لِخَلَّادِ بْنِ كَثِيْرٍ

এটি খাল্লাদ বিন কাসিরের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ

লোকেরা তখন তার স্ত্রীর কাছে এই সৌভাগ্য লাভের কারণ জানতে চাইল। তিনি উত্তর দিলেন যে প্রতি শুক্রবারে নিম্নোক্ত দুরুদ এক হাজার বার পাঠ করা তাঁর অভ্যাস ছিলঃ

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ

হে আল্লাহ, উম্মি নবী মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর আপনার সর্বোত্তম দুরুদ বর্ষণ করুন।[2]

يَا رَبِّ صَلِّ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا عَلَى حَبِيْبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمِ


[1] رواه أحمد بن موسى الحافظ بسند ضعيف كذا في القول البديع صـ 364

[2] طبقات المحدثين بأصبهان لابن حيان 2/345

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …