পুল সিরাতে সাহায্য লাভ করা

عن عبد الرحمن بن سمرة رضي الله عنه قال: خرج رسول الله صلى الله عليه وسلم فقال: إني رأيت البارحة عجبا … ورأيت رجلا من أمتي يزحف على الصراط مرة ويجثو مرة ويتعلق مرة فجاءته صلاته علي فأخذت بيده فأقامته على الصراط حتى جاوز (الأحاديث الطوال للطبراني صـ 273)[1]

হযরত আব্দুর রহমান বিন সামুরাহ (রাদ্বীয়াল্লাহু আনহু) বৰ্ণণা করেন যে: একদা রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) আমাদের কাছে আসেন এবং বলেন, “কাল রাত, আমি স্বপ্নে একটি বিস্ময়কর ব্যাপার দেখি। আমি আমার উম্মত থেকে ব্যক্তিকে দেখি যে কিনা পুল সিরাত (জাহান্নামের উপরের ব্রিজ) পার হচ্ছিলো। কখনো, সে হামাগুড়ি দিচ্চিলো, কখনো, সে নিজেকে নিজের পশ্চাৎ অংশের উপর টানছিলো, কখনো, সে পুল সিরাতে ঝুলছিলো (জাহান্নামে পড়ার কাছাকাছি)। হঠাৎ, দুনিয়াতে সে আমার উপর যেসব দুরুদ পাঠ করতো তা তার কাছে আসে। তারপর তা তার হাত ধরে, তাকে পুল সিরাতে দাঁড়াতে সাহায্য করে এবং তাকে তা পার হতে সহায়তা করে।

হযরত ইব্রাহিম বিন খাওয়াস (রহমতুল্লাহি আলাইহ) এর ঘটনা

“নুযহাতুল বাসাতিন” হতে বৰ্ণিত যে হযরত ইব্রাহিম বিন খাওয়াস (রহমতুল্লাহি আলাইহ) বলেন:

একদা, সফররত অবস্থায়, আমি এতই মারাত্মক তৃষ্ণার্তবোধ করি যে আমি অজ্ঞান হয়ে পড়ি। যখন আমি সেখানে পড়ে থাকি, তখন আমি অনুভব করি যে কেউ আমার চেহেরায় পানি ছিটাচ্ছে। আমি যখন চোখ খুলি, তখন আমি ঘোড়ার পিঠে এক সুদর্শন যুবককে আমার পাশে দেখতে পাই। সে আমায় পানি পান করায় এবং তার সাথে যেতে অনুরোধ করে। কিছুক্ষন সফর করার পর, সে আমায় জিজ্ঞাসা করে, “তুমি কি দেখতে পাচ্ছ?” আমি উত্তর দেই, “ইহা তো মদিনা তাইয়্যিবাহ।” তারপর সে বলে, “তুমি এখানে নেমে পড়ো। রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর মুবারক কবরের কাছে যাও এবং তাঁকে আমার সালাম পেশ করো। তাঁকে বলো যে তাঁর ভাই, খিযির, তাঁর নিকট সালাম পেশ করেছেন।”[2]

يَا رَبِّ صَلِّ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا عَلَى حَبِيْبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] وإسناده ضعيف كما في مجمع الزوائد، الرقم: 11764

[2] فضائل درود صـ 187

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …