রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর ভায়রা ভাই ‎

قال سيدنا طلحة رضي الله عنه: كان النبي صلى الله عليه وسلم إذا رآني قال: (أنت) سِلْفي (عديلي) في الدنيا وسِلْفي في الآخرة (الأحاديث المختارة، الرقم: ٨٤٩)

হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) উল্লেখ করেন, “রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) যখন আমাকে দেখতেন, তিনি (মাঝে মাঝে) বলতেন:

 “(তুমি) এই দুনিয়ায় এবং আখিরাতে (অর্থাৎ জান্নাতে) আমার ভায়রা ভাই।”” (আল-আহাদিসুল মুখতারাহ #৮৪৯)

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর শ্যালক

হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) চারজন স্ত্রীকে বিয়ে করেছিলেন। তাঁর চার স্ত্রীর প্রত্যেকেই ছিলেন রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-এর সম্মানিত স্ত্রীদের একজনের বোন। এ কারণেই রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) তাঁকে বললেন, “(তুমি) দুনিয়া ও আখিরাতে আমার ভায়রা ভাই (অর্থাৎ তুমি জান্নাতেও আমার ভায়রা ভাই হবে। )।” (আল-আহাদিসুল মুখতারাহ#৮৪৭)‎

আল্লাহ তা‘আলা রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর সকল সম্মানিত স্ত্রীদেরকে দুনিয়াতে তাঁর স্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন এবং আল্লাহ তা’আলা ঘোষণা করেছেন যে তারা পরকালে তাঁর স্ত্রী হবেন (জান্নাতে)। তাই, এই হাদিসে রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) ইঙ্গিত দিয়েছেন যে, হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর স্ত্রীরাও পরকালে তাঁর স্ত্রী হবেন, যার ফলে হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) দুনিয়া ও জান্নাতে রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-এর ভায়রা ভাই হবেন।

হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) নিম্নলিখিত চার স্ত্রীকে বিয়ে করেছিলেন যারা আজওয়াজ-ই-মুতাহারাতের চারজনের বোন ছিল: ‎

১. উম্মে কুলসুম বিনতে আবি বকর আস সিদ্দিক, যিনি হযরত আয়েশা (রাদ্বীয়াল্লাহু আনহুমা) এর বোন ছিলেন

২. হামনা বিনতে জাহশ, যিনি হযরত জয়নাব বিনতে জাহশ (রাদ্বীয়াল্লাহু ‘আনহুমা) এর বোন ছিলেন

৩. ফারিয়াহ বিনতে আবি সুফিয়ান, যিনি হযরত উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান (রাদ্বীয়াল্লাহু ‘আনহুমা) এর বোন ছিলেন

৪. রুকাইয়া বিনতে আবি উমাইয়া, যিনি উম্মে সালামা বিনতে আবি উমাইয়া (রাদ্বীয়াল্লাহু ‘আনহুমা) এর বোন ছিলেন। ‘

(আল-ইসাবাহ ৩/৪৩২)

Check Also

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর জান্নাতে হযরত বিলাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর পদধ্বনি শুনা

ذات مرة، قال رسول الله صلى الله عليه وسلم لسيدنا بلال رضي الله عنه: سمعت …