হযরত তালহা ইবনে উবাইদিল্লাহ (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর নিজের জান্নাত লাভ করা

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন:

أوجب طلحة (أي: الجنة) (جامع الترمذي، الرقم: ١٦٩٢)

 “এটি (জান্নাত) তালহার জন্য ওয়াজিব হয়ে গেছে।” (জামি’ তিরমিযী ‎#১৬৯২)‎

উহুদের যুদ্ধে হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু)

হযরত জুবায়ের বিন আওয়াম (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, উহুদের সময় হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) দুটি বর্ম পরিধান করেছিলেন।

যুদ্ধের সময়, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) একটি পাথরে আরোহণের ইচ্ছা করেছিলেন কিন্তু দুটি বর্মের ওজনের কারণে তিনি তা করতে পারেননি। তাই তিনি হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু)-কে বসতে অনুরোধ করলেন যাতে তিনি তাঁর কাছ থেকে সাহায্য নিয়ে পাথরের ওপর আরোহণ করতে পারেন। হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) সাথে সাথে বসে পড়লেন এবং রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-কে পাথরের উপরে উঠতে সাহায্য করলেন।

হযরত জুবায়ের (রাদ্বীয়াল্লাহু আনহু) বলেন যে, তিনি তখন হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-কে বলতে শুনেছেন, “তালহার জন্য ওয়াজিব হয়ে গেছে (অর্থাৎ তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে)।”

উহুদের যুদ্ধে হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) সাহসিকতার সঙ্গে হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-এর সাথে ছিলেন এবং তাঁকে রক্ষা করেছিলেন। যখনই সাহাবা (রাদ্বীয়াল্লাহু আনহুম) উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করতেন, তাঁরা বলতেন যে এই দিনটি (উহুদের দিন) হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) এর। হযরত তালহা (রাদ্বীয়াল্লাহু আনহু) হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে তাঁর শরীর দিয়ে ঢাল করেছিলেন। তাঁর শরীরে আশিটিরও বেশি ক্ষত রয়েছে, তবুও তিনি হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পাশ ত্যাগ করেননি, যদিও গুরুতর ক্ষতের কারণে তাঁর হাত অবশ হয়ে গিয়েছিল। (মুসনাদ আবি দাউদ তায়ালিসি #৬, সহীহ বুখারী ‎#৩৭২৪)

Check Also

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর জান্নাতে হযরত বিলাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর পদধ্বনি শুনা

ذات مرة، قال رسول الله صلى الله عليه وسلم لسيدنا بلال رضي الله عنه: سمعت …