আলোর মোড়ানো পৃষ্ঠায় দুরুদ লিপিবদ্ধ করা এবং সংরক্ষণ করা ‎

وعن علي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : إن لله ملائكة خلقوا من النور لا يهبطون إلا ليلة الجمعة ويوم الجمعة بأيديهم أقلام من ذهب ودويّ من فضّة وقراطيس من نور لا يكتبون إلا الصلاة على النبي صلى الله عليه وسلم  (أخرجه الديلمي)[1]

হযরত আলী (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “আল্লাহর ফেরেশতাদের একটি নির্দিষ্ট দল রয়েছে যাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে। এই ফেরেশতারা জুমুর রাত এবং দিন ছাড়া (পৃথিবীতে) অবতরণ করেন না। তাদের হাতে সোনার কলম, রৌপ্যের কালি এবং আলোর মোড়ানো পৃষ্ঠা থাকে। তারা রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর পাঠ করা দুরদ ব্যতীত (তাদের আলোর মোড়ানো পৃষ্ঠা) কিছুই লিপিবদ্ধ করে না।

রত রসলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর কবরের পাশে একজন বেদুইন

একবার এক বেদুইন হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‎আলাইহি ওয়াসল্লাম)-এর কবর জিয়ারত করে বলল,  “হে আল্লাহ, আপনি দাসদের মুক্ত করার নির্দেশ দিয়েছেন। এখানে আপনার সবচেয়ে প্রিয় রসুল শায়িত আছেন এবং এখানে আপনার রসুলের শেষ বিশ্রামস্থলে আপনার দাস দাঁড়িয়ে আছেন। আমি আপনার কাছে মিনতি করছি, এই নম্র বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন।” গায়েব থেকে একটা আওয়াজ শোনা গেল, “একা একা নিজের জন্য মুক্তি চেয়েছিলে, সমগ্র মানবজাতির পক্ষে কেন নয়? আমরা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেছি।”[2]

يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ


[1] وسنده ضعيف كما في القول البديع صـــ 398

[2] المواهب اللدنية 3/ 597

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …